Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০২২

কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র হোক কৃষকের মিলনমেলা- পরিচালক, কৃষি তথ্য সার্ভিস


প্রকাশন তারিখ : 2022-03-14

নরসিংদী জেলার বেলাব উপজেলার রহিমেরকান্দী কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে ১৪ মার্চ ২০২২ আইসিটি উপকরন বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। কৃষি তথ্য সার্ভিসের চলমান উন্নয়ন প্রকল্প ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প’ এর সহায়তায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের সম্মানিত পরিচালক কৃষিবিদ মো: শাহজাহান আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মো: ছাইদুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: রেজাউল করিম, উপপরিচালক (গণযোগাযোগ), কৃষি তথ্য সার্ভিস, কৃষিবিদ ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, জেলা প্রশিক্ষণ অফিসার, নরসিংদী, কৃষিবিদ ড. মো: মোস্তাফা এমরান হোসেন, জেলা বীজ প্রত্যয়ন  অফিসার, নরসিংদী, কৃষিবিদ তাপস কুমার ঘোষ, প্রকল্প পরিচলক, কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প। অন্যান্য অতিথিদের মধ্যে আর ও উপস্থিত ছিলেন কৃষিবিদ ফেরদৌসি বেগম, সম্পাদক, কৃষি তথ্য সার্ভিস, কৃষিবিদ মো: মাজহারুল হোসাইন, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার, কৃষিবিদ সাবরিনা আফরোজ, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস প্রমুখ বক্তরা তথ্য প্রযুক্তির এ যুগে তথ্যের প্রসারের কোন বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথি বলেন ‘সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যার পর এই তথ্য সেবা কেন্দ্রে কৃষকদের আসা নিশ্চিত করতে হবে। তাদের সব ধরনের সমস্যা ও তার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে এই ক্লাবকে। এআইসিসি হোক কৃষকের মিলনমেলা।’ তথ্য সেবা প্রদানের পাশাপাশি ক্লাবগুলোর উপার্জনের ক্ষেত্র আইসিটি উপকরনের মাধ্যমে বাড়ানোর জন্য পরামর্শ প্রদান করেন তিনি। প্রতিটি ক্লাব থেকে সফল উদ্যোক্তা তৈরী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কৃষিবিদ ড. মো: ছাইদুর রহমান তার বক্তব্যে বলেন কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের কৃষি সংক্রান্ত সমস্ত তথ্য, উপাত্ত, কৃষিকে সমৃদ্ধ করার জন্য মিডিয়া সংক্রান্ত সকল প্রকার প্রচার ও প্রকাশনার কাজ করে থাকে। তাদের দ্বারা স্থাপিত এআইসিসি ক্লাব তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে আরও জানান ১৯-২০ অর্থবছরে নরসিংদী থেকে ১৭০.১৪ কোটি টাকার সবজি রপ্তানি হয়েছে যার অধিকাংশই বেলাব উপজেলা থেকে। বিদেশে সবজি রপ্তানিতে এআইসিসি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষি সামগ্রিক উন্নয়নে এআইসিসি একটি আদর্শ স্থান হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিবৃন্দ।

কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।