Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০১৬

সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা


প্রকাশন তারিখ : 2016-06-20

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কৃষ্ণ চন্দ্র হোড়, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট । পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই সিলেট অঞ্চলের কৃষি বিষয়ক কার্যক্রমের তথ্যাদি উপস্থাপন করেন কৃষিবিদ জনাব ড. মামুন-উর-রশিদ,  উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট। অনুষ্ঠানের শুরুতে সিলেট অঞ্চলে বিভিন্ন উপজেলা, এটিআই ও এসসিএ তে নিয়োগপ্রাপ্ত ৩৪তম বিসিএস (কৃষি) ক্যাডারের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যতে করণীয় বিষয়ক তথ্যাদি উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা পর্যায়ের সম্মানিত কর্মকর্তা যথাক্রমে কৃষিবিদ জনাব মো. সালাহ উদ্দিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, সিলেট; কৃষিবিদ জনাব কাজী লুৎফুল বারী, অতিরিক্ত উপপরিচালক, মৌলভীবাজার; জনাব কৃষিবিদ মো. বশির আহমেদ সরকার, জেলা প্রশিক্ষণ কর্মকতা, হবিগঞ্জ এবং জনাব কৃষিবিদ স্বপন কুমার সাহা, জেলা প্রশিক্ষণ কর্মকতা, সুনামগঞ্জ । কর্মশালায় উপস্থাপিত হয় সিলেট অঞ্চলে পতিত জমি থাকার পিছনে নানা কারণসমূহ।স্থানীয় কৃষি বিভাগ এই কারণ ও সমস্যাদি নির্ণয় ও সনাক্ত করেছে । উল্লেখযোগ্য কারণগুলো হলো সেচের পানির অভাব, পাথর ও গ্যাসের কারণে সেচ যন্ত্র স্থাপনে সমস্যা, পানির স্তর গভীরে থাকা, বড় কৃষকদের চাষাবাদে অনীহা, জমির মালিক বিদেশে থাকা, জমি বর্গা দিতে অনীহা ও শ্রমিক সংকট। উপস্থাপক মহোদয়গণ এ সব সমস্যাদি সমাধানের বিভিন্ন সুপারিশ উপস্থাপিত করেছেন। বিশেষ করে কৃষি ঋণ, সেচের সুবিধা, ফসল মাড়াইয়ের মেশিন সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের জন্য সুপারিশ করেন। সিলেট এলাকার উপযোগী কৃষি প্রযুক্তিভিত্তিক সমৃদ্ধ উপস্থাপনা দেন জনাব কৃষিবিদ ড. মাহমুদুল ইসলাম নজরুল, উর্ধ¦তন বৈজ্ঞানিক কর্মকর্তা, ও এফ আর ডি, বারি, সিলেট। পরবর্তীতে পতিত জমিকে চাষের আওতায় আনার বিভিন্ন যুক্তি, তথ্য ও মতামত উপস্থাপনের জন্য মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। অত্যন্ত ফলপ্রসূ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, এসএপিপিও প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় জনাব কৃষ্ণ চন্দ্র হোড় বলেন সিলেট অঞ্চলে পতিত জমি চাষের আওতায় আনা ও শস্যের নিবিড়তা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ের পরিকল্পনা মোতাবেক কাজ করতে হবে। তিনি সকলকে ব্লকভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনামাফিক উদ্যোগে কাজ করার আহবান করেন।
কৃষিবিদ জনাব মো. শাহজাহান উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এটিআই, বারি, ব্রি, এসআরডিআই, এসসিএ, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, হর্টিকালচার সেন্টার এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব আবাহন মজুমদার, উপজেলা কৃষি অফিসার, দক্ষিণ সুরমা, সিলেট।