Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ফেব্রুয়ারি ২০১৭

রাঙ্গামাটিতে কৃষিবিদ দিবস-২০১৭ উদযাপন


প্রকাশন তারিখ : 2017-02-13

১৩/০২/২০১৭ খ্রি: তারিখ সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার সম্মেলন কক্ষে ‘কৃষিবিদ দিবস-২০১৭’ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার হর্টিকালচার উইং’র পরিচালক কৃষিবিদ মো: কুদরত-ই-গনী। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার উপ-পরিচালক কৃষিবিদ রমনী কান্তি চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এ কে এম হারুন-অর-রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রাক্তন উপ-পরিচালক কৃষিবিদ কাজল তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে হর্টিকালচার উইং’র পরিচালক কৃষিবিদ মো: কুদরত-ই-গনী কৃষিবিদ দিবসের প্রেক্ষাপট, তাৎপর্য এবং বাংলাদেশের কৃষির বর্তমান অগ্রগতিতে এই দিবসের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের উন্নয়নে কৃষিবিদদের অবদানের কথা বিবেচনা করে ১৯৭৩ সালের ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের এক সমাবেশে কৃষিবিদদের চাকুরীতে প্রথম শ্রেণীর মর্যাদা প্রদানের ঘোষণা দেন। তিনি জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কৃষিবিদদের আরো নিষ্ঠার সাথে কৃষির উন্নয়নে অবদান রাখার জন্য আহবান জানান। এসময় কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কৃষিবিদগণ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে কর্মরত কৃষিবিদগণ উপস্থিত ছিলেন।