Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০১৬

ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-08-15

তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা (১৪/০৮/২০১৬ইং থেকে ১৬/০৮/২০১৬ইং) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেঞ্চুগঞ্জ এর উদ্যোগে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে জনাব হুরে জান্নাত, উপজেলা নির্বাহী অফিসার, ফেঞ্চুগঞ্জ, সিলেট এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সিলেট-৩।

প্রধান অতিথির বক্তব্যে মহোদয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সবচেয়ে কঠিন কাজ। পরিবেশের ভারসাম্যহীনতার কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। সুনির্মল পরিবেশ পেতে হলে বৃক্ষ রোপন করতে হবে। শস্য খাদ্যে আজ আমরা স্বয়ংসম্পূর্ণ কিন্তু পুষ্টির চাহিদা পূরণ এখনো পুরোপুরি সম্ভব হয়নি। ফলমূল পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা পালন করে। তাই আমাদের ফলদ বৃক্ষ রোপন অতি জরুরী। তিনি প্রত্যেককে পরিকল্পিতভাবে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের আহবান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্র, উপজেলা কৃষি কর্মকর্তা।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস ছালেক প্রমুখ। মেলা চলাকালীন সময়ে এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ, পথচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মুখরিত ছিল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়।

তিনদিন ব্যাপী মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে ফলদ বৃক্ষ মেলা ২০১৬ সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হুরে জান্নাত। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রোমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন নার্সারি ও বৃক্ষরোপনে সফল কৃষকদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মহিবুর রহমান ইরান।