Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ নভেম্বর ২০১৫

মুক্তাগাছায় ব্রিধান-৬২ এর মাঠ দিবস অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2015-10-26

ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আমন মৌসুমে উচ্চ ফলনশীল জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধানের প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। হার্ভেস্ট প্লাস কর্মসূচির আওতায় জাতটির প্রদর্শনী প্লটের ধান কর্তন উপলক্ষে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

মুক্তাগাছার ভট্টবাড়ি ব্লকে স্থাপিত প্রদর্শনী প্লটের ধান কর্তন ও এর ফলাফল এর উপর অনুষ্ঠিত এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আলতাবুর রহমান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষিবিদ মো. রেজাউল করিম, অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহ। অন্যান্যদের মধ্যে ছিলেন রাকিব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মুক্তাগাছা; রেজাউল আমীন ফারুক, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা; সেলিম রেজা, উপ সহকারী কৃষি অফিসার; সহিদুল ইসলাম এবং বিভাগীয় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট এলাকার কৃষকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্গিস আক্তার, উপজেলা কৃষি অফিসার, মুক্তাগাছা।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জিংক সমৃদ্ধ এ উচ্চ ফলনশীল ব্রি-৬২ জাতের ধান প্রদর্শনী প্লট স্থাপনের উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ে কৃষকের মাঝে এর প্রচার ও প্রসার ঘটানো। সে উদ্দেশ্যে উক্ত  ধান কর্তন পরবর্তী আলোচনায় কর্মকর্তাগণ বলেন, এ ধান আবাদে সময় কম লাগে, অপর দিকে অধিক ফলন লাভ করা যায়। অন্যদিকে এর ভাত খেলে শরীরে জিংকের অভাব পূরণ হয়।