বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প আয়োজিত দিনব্যাপি এক রিভিউ ওয়ার্কশপ গত ১২ মে বরগুনার সদরের উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ পরিচালক সাইনুর আজম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মো. আ. আজিজ ফরাজি। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ক্ষুদ্র চাষি এ দেশের বিরাট অংশ। বড় কৃষক এমনিতেই ধনী, তাই ছোট চাষিকে কীভাবে সচ্ছলতা করা যায়; সেজন্য সরকার এ প্রকল্পের মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, এ অঞ্চলের কৃষি যথেষ্ঠ সম্ভাবনা বিরাজমান। তাই উত্তর হতে এখন দক্ষিণে সম্প্রসারিত হচ্ছে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রম ও মেধা দিয়ে সময়মত চাষাবাদ করুন। আমরা আপনাদের পাশে আছি। প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ অজিউল্যা, কনসালটেন্ট ড. আ. মালেক তালুকদার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. ফজলুর রহমান, ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ হোসেন প্রমূখ। কর্মশালায় প্রকল্পের চলমান কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যত কর্মপরিকল্পনার ওপর বিস্তারিত আলোচনা হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এলজিইডি, ব্রি, বারি, কৃষি তথ্য সার্ভিস, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএডিসি এবং কৃষক প্রতিনিধিসহ ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।