সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি, ঢাকা এর আর্থিক সহযোগীতায়, উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমে, ৬/৪/২০২১ তারিখে কুমিল্লা বুড়িচং উপজেলা পরিষদ চত্তরে, কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে জুম এপের মাধ্যমে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি; মাননীয় কৃষি মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান অতিথি বলেন- আসন্ন মোরো মৌসুমে এসব যন্ত্র মাঠে ব্যবহারের ফলে শ্রমিক সংকটের অভাব মিটে যাবে। কৃষি বান্ধব সরকারের পরিকল্পনা হলো দেশের সকল কৃষক যেন এসব যন্ত্র ব্যবহার করে খাদ্য চাহিদা পূরণে অনন্য ভ‚মিকা রাখতে পারে। সরকার কৃষকের পাশে ছিল এবং সবসমই কৃষকের পাশে থাকবে। কৃষক মো: জয়নাল আবেদিন, ভরাসার বøক ও কৃষক মো: জাহাঙ্গীর আলম, কংশনগর, কুমিল্লা এর নিকট দুটি কম্বাইন হারভেষ্টার (ধান কাটা ও মাড়াই, ঝাড়াই মেশিন) এর চাবি তুলে দেন। প্রতিটি মেশিনের বাজার মূল্য আটাশ লাখ টাকা। সরকার ভর্তুকি দিয়ে চৌদ্দ লাখ টাকার বিনিময়ে কৃষকের হাতে এ মেশিন তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত থেকে চাবি হস্তান্তর করেন- কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা; কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, ডিএই, কুমিল্লা; মোঃ আখলাক হায়দার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বুড়িচং, কুমিল্লা; মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার, বুড়িচং, কুমিল্লা; বানিন রায়, উপজেলা কৃষি অফিসার, বুড়িচং, কুমিল্লা; কৃষিবিদ সাদিয়া তাসমিন, কৃষি সম্প্রসারণ অফিসার, বুড়িচং, কুমিল্লা; মো: বদরুজ্জামান মুসলিমী, কৃষি প্রকৌশলী, ডিএই, কুমিল্লা।