Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০১৬

গ্রীষ্মকালীন সবজি চাষ প্রতিযোগিতা- ২০১৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-09-29

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাষী মিলনায়তনে বাউএক কর্তৃক আয়োজিত গ্রীষ্মকালীন সবজি চাষ প্রতিযোগিতা ২০১৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাউএক পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আব্দুল মোমেন মিয়া, প্রফেসর, কৃষি সম্প্রসারণ, শিক্ষা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মাহবুব আলম, পরিচালক, ভেটেরিনারী টিচিং হাসপাতাল, বাকৃবি, ময়মনসিংহ ও কৃষিবিদ অমিতাভ দাস, অতিরিক্ত পরিচালক, ডি এ ই, ময়মনসিংহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সুস্থ থাকার জন্য শাক-সবজির বিকল্প নাই। আমাদের দেশের মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে। যার জন্য শাক-সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  আমাদের দেশে শতকরা পঁচাত্তর ভাগ শাক-সবজি চাষ হয় শীতকালে। আর মাত্র পঁচিশ ভাগ চাষ হয় গ্রীষ্মকালে। কাজেই গ্রীষ্মকালীন সবজির চাষ বৃদ্ধি করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয় সময়োপযোগী এ কর্মসূচী গ্রহণের জন্য উদ্যেগগ্রহণকারী সকলকে  ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, এ বছর প্রথম গ্রীষ্মকালীন সবজি চাষ প্রতিযোগিতার আয়োজন করেছে বাউএক। গ্রামীণ মানুষের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি মহিলাদেরকে এ কর্মসূচীতে অংশগ্রহণ করানোই এর মূল উদ্দেশ্য বলেই জানান তিনি। এ কর্মসূচীতে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব আফরোজা বেগম, অতিরিক্ত পরিচালক, বাউএক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মূল্যায়ন কমিটির সদস্য জনাব রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, বাউএক জনাব হাসন আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বাউএক; জনাব আব্দুল খালেক, কৃষক প্রতিনিধি ও জেসমিন আক্তার, কৃষাণী। উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের শিক্ষকবৃন্দ, বাউএক এর সকল স্তরের কর্মকর্তাগণ, কৃষি তথ্য সার্ভিস বাকৃবি কেন্দ্রের প্রতিনিধিসহ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. এনামুল হক সরকার, উপ-পরিচালক, বাউএক।