Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০১৬

কুমিল্লায় আই.এফ.এম.সি প্রকল্পের আওতায় আটষট্রি উপজেলার এসএপিপিও এবং এসএএও’দের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-05-19

সুজলা সুফলা ঋতু বৈচিত্রে ভরা উর্বর পলিযুক্ত আমাদের এ সোনার বাংলাদেশ। তার পরেও দেশের আয়তন অনুযায়ী জন সংখ্যা রয়েছে দ্বিগুণেরও বেশী। ফসলী জমির পরিমাণ রয়েছে লল্প পরিমাণে। এ বিশাল জন গোষ্টির খাদ্য চাহিদা পূরণের জন্য আমাদের অল্প জমিতে প্রয়োজন বেশী পরিমাণে খাদ্য উৎপাদন। এ জন্য সরকারের সুপরিকল্পনাকে বাস্তবায়নের জন্য, সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট(আইএফএমসি) প্রকল্প, কুমিল্লা অঞ্চলের আওতায়, ১৮.০৫.১৬ তারিখে, পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা’র সভা কক্ষে আটষট্রি উপজেলা পর্যায়ের এসএপিপিও এবং এসএএও’দের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ যুগল পদ দে। প্রধান অতিথি কর্তকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশণা বক্তব্যে বলেন, কৃষি বিভাগের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য কৃষি বান্ধব সরকারের সকল পরিকল্পনাকে সফলতার সাথে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই দেশের খাদ্য চাহিদা মিটিয়ে আমরা শতভাগ খাদ্য বিদেশে রপ্তানী করতে পারবো।

কর্মশালা অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন, ডিএই, কুমিল্লা জেলার উপপরিচালক, কৃষিবিদ মো. আসাদুল্লাহ্। টেকনিক্যাল সেসন পরিচালনা করেন- কৃষিবিদ ড. মো. সামছুল আলম, ক-অর্ডিনেটর, আইএফএমসি, কুমিল্লা। এ ছাড়াও আইএফএমসি প্রকল্পের আন্যান্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।