কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ০৫ অক্টোবর ২০১৬ তারিখে ফার্মগেটস্থ আ. কা. মু. গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৬ এর উদ্বোধন ও ২০১৫ এর পুরষ্কার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্।
প্রধান অতিথি বলেন, ইঁদুর যে শুধু ফসলের ক্ষতি করে তাই নয়, এরা আসবাবপত্র, বাঁধ, সড়ক, মহাসড়ক প্রভৃতির ক্ষতি করে। বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতিও ইঁদুরের হাত থেকে রেহাই পায় না। ইঁদুর মানুষের ব্যক্তিগত এবং জাতীয় সমস্যা। ইঁদুর শুধু ফসলের ক্ষতি করে করে না এটা মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ এবং ক্ষতিকর জীবানুর বাহক হিসেবে কাজ করে। ফসলসহ মূল্যবান সম্পদ রক্ষার্থে ইঁদুর নিধন কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রুপ দিতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে বাধাদানকারী ইঁদুররুপি শত্রুদেরকে সামাজিকভাবে প্রতিহত করা এবং পরিবেশবান্ধব কৃষি এবং কৃষকের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
ইঁদুর নিধন অভিযান ২০১৬ উপলক্ষে র্যালি ও অডিটরিয়াম চত্বরে মেলার আয়োজন করা হয় এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহন করে। এ অনুষ্ঠানে ইঁদুর নিধন অভিযান ২০১৫ সালের জাতীয় পর্যায়ের কৃষক, উপসহকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান,বেসরকারি প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ এ জেড এম সাব্বির ইবনে জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ জাকিয়া বেগম, উপপরিচালক (সার্ভিলেন্স এন্ড ফোরকাস্টিং), ডিএই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) জনাব মো. মোশারফ হোসেন ও ডিএই’র প্রাক্তন মহাপরিচালক কৃষিবিদ এম. এনামুল হক। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়াধীন বিভিন্ন অধিদপ্তর/সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ, বরেন্য কৃষিবিদ, কৃষিবিশেষজ্ঞ, বিজ্ঞানী, গবেষক, কৃষক-কৃষানী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।