নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ হাওড় অঞ্চল পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ মঈনুদ্দীন আব্দুল্লাহ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাওড় অঞ্চল তেতুলিয়া, গাগলাজোড় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে মাননীয় সচিব স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে এ ক্ষতি পুষিয়ে নেয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। এসময় তিনি তাৎক্ষনিকভাবে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে রিপার যন্ত্রের ব্যবস্থা করে তাদেরকে দেয়ার জন্য বলেন যাতে বন্যায় তলিয়ে যাওয়ার আগেই তাদের কষ্টে আবাদকৃত ধান কেটে ঘরে তুলতে পারে। মাননীয় সচিব হাওড়ের কৃষকদের বন্যায় ধান তলিয়ে যাওয়ার আগেই বা পাকার সাথে সাথেই প্রতি বছর যাতে দ্রুত ঘরে তুলতে পারে, সেজন্য ধান কাটার জন্য রিপার মেশিন ব্যবহার করার পরামর্শ দেন। এতে তারা অল্প সময়ে এবং অল্প শ্রমিক ব্যবহার করে বেশি ধান কর্তন কর্তন করতে পারবে। এজন্য তারা সংগঠন করে সমবায়ের মাধ্যমে সরকারের নিকট থেকে ৩০% সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারে।
মাননীয় সচিবের বন্যায় ক্ষতিগ্রস্থ হাওড় অঞ্চল পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাছিরুজ্জামান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ অমিতাভ দাস; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণা জেলার উপ-পরিচালক কৃষিবিদ বিলাস চন্দ্র পাল; অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম; মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক; কৃষি তথ্য সার্ভিস, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী তথ্য অফিসার(অ.দা) কাজী গোলাম মাহবুব প্রমুখ।