Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ফেব্রুয়ারি ২০২২

ঝালকাঠিতে সমলয় পদ্ধতির ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক


প্রকাশন তারিখ : 2022-02-07

ঝালকাঠিতে সমলয় পদ্ধতির বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। ০৩ ফেব্রুয়ারি  নলছিটির ষাটপাকিয়ায় উপজেলার কৃষি অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আমাদের জমি কমেছে। বাড়ছে জনসংখ্যা। বাড়তি মানুষের খাদ্যের চাহিদা মেটাতে প্রয়োজন ফসলের উৎপাদন বাড়ানো। আর এ জন্য দরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার। এর অংশ হিসেবে সমলয় পদ্ধতি খুবই কার্যকর। এর মাধ্যমে আবাদখরচ হ্রাস পায়। সময়ও লাগে কম। রোগপোকাকে করা যায় সহজভাবে নিয়ন্ত্রণ। তাই চাষাবাদে কৃষক লাভবান হন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা শিকদার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। 
কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই’র অতিরিক্ত উপপরিচালক মো. রিফাত শিকদার, উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোর্শেদা লস্কর, জেলা পরিষদের সদস্য খন্দকার মজিবুর রহমান। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এস. এম. নাহিদ বিন রফিক, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আব্দুল হক, মোল্লার হাট ইউনিয়নের চেয়ারম্যান এম. সাইদুর রহমান মিন্টু, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. কাজল হোসেন, ভৈরবপাশার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,  স্থানীয়  ইউপি. সদস্য শাহিন চৌধুরী, প্রদর্শনীচাষি সবুজ জোমাদ্দার প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার জানান, ৫০ একর বিশিষ্ট এ সমলয়প্লটে কৃষকের সংখ্যা ৮২ জন। তাদের ৩ শ’ কেজি হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়েছে।  পাশাপাশি ৪.৫ টন ইউরিয়া, ৩ টন ডিএপি এবং এমওপি সার দেওয়া হয়েছে ২.৫ টন। অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। 

নাহিদ বিন রফিক, এআইএস, বরিশাল