সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে রাঙ্গামাটি সদর উপজেলার ব্লক প্রদর্শনীভূক্ত কৃষকদের একদিনের প্রশিক্ষণ গতকাল ২৪ মে ২০১৭ ইং তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ রমনী কান্তি চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জেলা প্রশিক্ষণ অফিসার ও সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের সাইট্রাস ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ তপন কুমার পাল, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষিবিদ আপ্রু মারমা, উপজেলা কৃষি অফিসার, রাঙ্গামাটি সদর। প্রশিক্ষণে রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন ব্লকের ২০জন কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সাইট্রাস জাতীয় ফলের গুরুত্ব, জমি তৈরী ও রোপণ পদ্ধতি, রোপণ পরবর্তী বিভিন্ন পরিচর্যা, রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা, সেচ ও সার ব্যবস্থাপনা এবং সংগ্রহোত্তর পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রদর্শনীর বিভিন্ন উপকরণ (কলম, রাসায়নিক সার, বালাইনাশক, সিকেচার, স্প্রে মেশিন, ডলোচুন, সাইনবোর্ড) বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক রমনী কান্তি চাকমা বলেন, পার্বত্য এলাকায় মাঠ ফসল চাষযোগ্য জমির পরিমাণ কম বলে আমাদের উদ্যান জাতীয় ফসল তথা ফল চাষের উপর গুরুত্ব দিতে হবে। ফল উৎপাদনের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানো সম্ভব। সেক্ষেত্রে সাইট্রাস জাতীয় বিভিন্ন ফল যেমন, মাল্টা, বাতাবিলেবু, জারা লেবু ও কমলার বাণিজ্যিক চাষের সম্ভাবনা রয়েছে। তিনি অংশগ্রহণকারী কৃষকদিগকে বিতরণকৃত কলমসমূহ যথাযথভাবে রোপণ করে পরবর্তী পরিচর্যা নেয়ার উপরে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের কার্যক্রমের আওতায় অত্র রাঙ্গামাটি পার্বত্য জেলায় বর্তমান বছরে ১৫০টি ব্লক প্রদর্শনী এবং ৬১৫টি বসতবাড়ি প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে।