Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুলাই ২০১৭

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মহোদয়ের সিলেট অঞ্চল পরিদর্শন


প্রকাশন তারিখ : 2017-07-24

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ ডক্টর মো. জাহাঙ্গীর আলম গত ২০/০৭/২০১৭ খ্রি: রোজ বৃহস্পতিবার রাতে দু’দিনের সফরে সিলেট আসেন। পরিদর্শনের প্রথম দিনে ২১/০৭/২০১৭ খ্রি: রোজ শুক্রবার পরিচালক মহোদয় সিলেট অঞ্চলের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। এ সময় মহোদয়কে অত্র কার্যালয়ের অফিসার ও কর্মচারিবৃন্দর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরিচালক মহোদয় প্রথমে অফিসের সবার সাথে কুশল বিনিময় করেন ও বিভাগীয় কাজের গতিবৃদ্ধির জন্য সবাইকে শপথ বাক্য পাঠ করান। কৃষি তথ্য সার্ভিসের কাজের গতি কিভাবে বাড়ানো যায় এ বিষয়ে সবাইকে সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। কম্পিউটার ল্যাবে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা, নিয়মিত মাঠ পরিদর্শনে AICC-কে আয় বর্ধনমূলক কাজে সম্পৃক্ত করার পরামর্শ প্রদান, কৃষিতে ICT মিডিয়া কার্যক্রম কৃষকদের মাঝে প্রচার প্রচারনার ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন।


এরপর দুপুরে পরিচালক মহোদয় বহুল প্রচারিত কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘বাংলার কৃষি’ অনুষ্ঠানে প্রচারের জন্য সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই গ্রামের আব্দুল আহাদ শাহীনের নতুন উদ্ভাবন কচুরিপানা দিয়ে ভার্মিকম্পোস্ট তৈরির প্রামাণ্য চিত্র ধারণ করেন ও সাক্ষাৎকার গ্রহন করেন। সংশ্লিষ্ট উপজেলার মোগলাবাজারে নৈখাই AICC ও কৃষক ক্লাব পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। সেখানে উপস্থিত AICC এর সকল সদস্যগণের সাথে কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সরকার কৃষিকে ডিজিটাল করার লক্ষে প্রতিটি উপজেলায় একটি করে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (AICC) স্থাপন করেছেন। প্রত্যেকটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ইলেক্ট্রনিক্সসামগ্রী বিনামূল্যে বিতরণ করেছেন। এসব যন্ত্রপাতি নিয়মিত ব্যবহার করতে এবং যথাযথ সংরক্ষণের ওপর মহোদয় গুরুত্বারোপ করেন। এসময় মহোদয়ের সাথে ছিলেন কৃষিবিদ গোলাম মাওলা, বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা; কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার, দক্ষিণ সুরমা, সিলেট; কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট; জনাব প্রানতোষ দাশ, উপসহকারি কৃষি কর্মকর্তা, দক্ষিণ সুরমা, সিলেট; সিলেট কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা, কর্মচারি ও কারিগরি কলাকুশলীবৃন্দ।   
পরিদর্শনের পরবর্তী দিনে ২২/০৭/২০১৭খ্রি: রোজ শনিবার পরিচালক মহোদয় চাষি ভাই
AICC ক্লাব পরিদর্শন ও চাষীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। ক্লাবের সম্পাদক মহোদয় বলেন, এ ক্লাব অনেক পুরাতন থাকার কারনে সমস্ত ইলেক্ট্রনিক্সসামগ্রী নষ্ট হয়ে গেছে এবং ক্লাবের কোন আসবাবপত্র না থাকার কারণে ক্লাবের মূল্যবান রেজিষ্ঠারগুলো সংরক্ষণ করা যাচ্ছে না। তাই পরিচালক মহোদয়কে ইলেক্ট্রনিক্সসামগ্রী মেরামত ও আসবাবপত্র সরবরাহ করার জন্য তিনি বিনীত অনুরোধ জানান। পরিচালক মহোদয় বক্তব্যে বলেন, ইলেক্ট্রনিক্সসামগ্রী মেরামত ও আসবাবপত্র সরবরাহের জন্য একটি প্রকল্প চালু হবে, যত দ্রুত সম্ভব এগুলোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরপর মহোদয় রাতারগুল সোয়াম্প ফরেস্ট পরিদর্শন করেন ও বিভিন্ন চিত্র ধারণ করেন। এ সময় মহোদয়ের সাথে ছিলেন কৃষিবিদ গোলাম মাওলা, বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা; কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট ও কারিগরি কলাকুশলীবৃন্দ।