চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (২য় পর্যায়ে) এর অধীনে গত ২৪/০৫/২০১৭ খ্রি: রোজ বুধবার অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেটের সম্মেলন কক্ষে একদিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন কৃষিবিদ মো. নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক, চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়ে) প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. শাহজাহান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন কৃষিবিদ মো. আবুল হাসেম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট।
কর্মশালার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে অনুষ্ঠান শুরু হয়। কর্মশালায় অংশগ্রহনকারী হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এটিআই, বীজ প্রত্যয়ন এজেন্সি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বিএডিসি, কৃষি তথ্য সার্ভিস, হর্টিকালচার সেন্টার, বিনার সম্মানিত কর্মকর্তা ও বিজ্ঞানীবৃন্দ এবং সফল কৃষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ড. মো. মামুন-উর-রশিদ, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট।
প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন, মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আজকের এই কর্মশালা ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ভালো বীজে ভালো ফসল। গুণগত মানের বীজের চাহিদা পূরণের লক্ষ্যে এ প্রকল্প কাজ করে যাচ্ছে। প্রকল্পটির সুনির্দিষ্ট সুপারিশমালাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য কর্মকর্তাদের অনুরোধ করেন। কর্মশালার অন্যতম মূখ্য বিষয় ছিল উন্মুক্ত আলোচনা, উন্মুক্ত আলোচনায় কর্মকর্তাগণ স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করেন। বিশেষ করে রিলে ফসল হিসেবে ডাল জাতীয় ফসল উৎপাদন করে বীজ তৈরি করা যাবে কিনা এ ব্যাপারে বারি ও বিনার বিজ্ঞানীগণ, বীজ প্রত্যয়ন এজেন্সীর অফিসারগণ ও মাঠ পর্যায়ের অফিসারগণের মধ্যে বিভিন্ন যুক্তি উপস্থাপন করা হয়। সর্বোপরি একটি ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট।