Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহ ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা/২০১৭ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2017-08-01

গত ৩১জুলাই/১৭ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ এর যৌথ উদ্যোগে কালেক্টরেট শিশু পার্ক চত্বরে অনুষ্ঠিত হয় সপ্তাহ ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা। এ মেলা চলবে ৬ আগস্ট/১৭ পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জনাব এস এম সাজ্জাদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহাবুব আলম খান। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মুন্জুরুল হুদা।

উদ্বোধনীর শুরুতে সূধীবৃন্দের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ফলদ বৃক্ষ মেলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাঃ সামস্-ই তাবরিজ । তিনি এবারের ঐতিহ্যবাহী মেলার প্রতিপাদ্য “ স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এর উপর ফলদ বৃক্ষের অবদান ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

উদ্বোধনীর বক্তব্যে প্রধান অতিথি ফলদ ও বনজ বৃক্ষের অবদানের কথা উল্লেখ করে বলেন, বৃক্ষ শুধু আমাদের শর্করা, প্রোটিন,স্নেহ,ভিটামিন এবং খনিজ লবনের চাহিদাই পূরন করে না, অধিকন্ত আরো  অনেক গুরুত্বপূর্ন কাজ করে থাকে। জীবন রক্ষাকারি অক্সিজেন, কাঠ জ্বালানী,কাগজ তৈরীর কাঁচামাল, মাটি ক্ষয়রোধ, রাস্তার সৌন্দর্য বর্দ্ধনসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে পরিবেশ রক্ষা করে। তেমনি ফল একটি স্বাস্থ্য রক্ষাকারি খাদ্য যা মানুষের দেহে শক্তি সরবরাহ  ও দৈহিক গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখে। কাজেই প্রতিদিন কিছু না কিছু যে কোন ধরনের ফল খেতে হবে আর এজন্য বাড়িতে যে কোন ফলের গাছ থাকা প্রয়োজন। কাজেই সবাইকে ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষ রোপণে অগ্রণী ভূমিকা নিতে হবে। তিনি উপস্থিত সকল স্তরের মানুষকে মেলা পরিদর্শণ ও মেলা থেকে কৃষি প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন ধ্যান ধারনা গ্রহনের পাশাপাশি কমপক্ষে ১টি করে  ফলদ,বনজ ও ঔষুধি বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার জন্য অনুরোধ জানান।

আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের সহকারি বন সংরক্ষক ড. এম এ আউয়াল, চাঁপাইনবাবগঞ্জ বি আর ডি বি’র চেয়ারম্যান মোঃ শাজাহান আলী আর কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ‘মনামিনা’ কৃষি খামারের প্রতিষ্ঠাতা মোঃ মতিউর রহমান।

৭দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলায়, কৃষি সম্প্রসারণ বিভাগ, হর্টিকালচার সেন্টার, বন বিভাগ, আম ও লাক্ষা গবেষণা, বিএমডিএ, মা সিডি ভার্মি কম্পোষ্ট, মনামিনা কৃষি খামার, গ্রামীন নার্সারী, এসিআই কোম্পানী লিঃ, জননী নার্সারী, জে এম টি নার্সারীসহ ২৫টি স্টল অংশ গ্রহন করে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কবরস্থান সংলগ্ন ফাঁকা জায়গায় রোপনের জন্য প্রায় ২০০টি চারা বিনামুল্যে বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ ড. মো: জাহাঙ্গীর ফিরোজ।

উদ্বোধনী পর্বে জেলা/ উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, প্রিন্ট -ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ছাড়াও প্রায় ৬০০ জন কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্ব সাধারনের জন্য উম্মুক্ত রাখা হয়।