চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম, ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের প্রশিক্ষণ হলে ০২/০৮/১৭ তারিখে উপসহকারী কৃষি অফিসার, প্রাইভেট সেক্টর, স্থানীয় সরকার, এনজিও প্রতিনিধিগণের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। কৃষি প্রধান আমাদের এ বাংলাদেশে খাদ্য ও পুষ্টির চাহিদা মিটানোর জন্য এবং কৃষক যেন নিজেই নিজের বীজ উৎপাদন করে ফসল উৎপাদনে সক্ষম হয় এ বিষয়ে কৃষকদের উৎসাহিত করা এ প্রশিক্ষনের উদ্দেশ্য।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ যুগল পদ দে। তিনি বলেন-কৃষক জাতির মেরুদন্ড। তাই কৃষি বান্ধব সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কৃষি বিভাগের মাধ্যমে, প্রতিনিয়ত কৃষির আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করেন। যে কারনে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে ছিলেন-কৃষিবিদ সুরজিত সাহা রায়, উপপ্রকল্প পরিচালক, চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম, ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, কৃষিবিদ মো. ইউসুফ ভূঞা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেঞ্জি, কুমিল্লা, কৃষিবিদ ড. মাহাবুবুর রহমান, চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম, ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধীত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।