বাংলাদেশের দক্ষিন -পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় গোপালগজ্ঞ সদর উপজেলা অডিটোরিয়ামে গত ১৮ এপ্রিল দিন ব্যাপি রিভিউ এন্ড প্লানিং ওয়ার্কশপ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুজন মজুমদার প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্ভোধন করেন । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগজ্ঞের উপপরিচালক কৃষিবিদ সমীর কুমার গোস্বামী এতে সভাপতিত্ত করেন ।উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা দানাদার খাদ্যে স্বংসম্পূর্ন হলেও পুষ্টির দিক থেকে আমরা পিছিয়ে আছি ।তিনি বলেন ,আমাদেরকে যান্ত্রিক কৃষির দিকে এগিয়ে যেতে হবে ।এ জন্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে যাচ্ছে ।কর্মশালায় নতুন নতুন মতামতের ভিত্তিতে প্রকল্পের কাজ সামনের দিকে আরো এগিয়ে নেয়ার জন্য উপস্থিত অংশ গ্রহনকারীদের প্রতি তিনি আহবার জানান।কর্মশালায় কি নোট উপস্থাপন কালে প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আলমগীর বিশ্বাস বলেন ,বাংলাদেশের দক্ষিন পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়তা প্রকল্প ৯ জেলার ৫৮ টি উপজেলায় সমন্মিত এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের জীবন মান উন্নয়েনের লক্ষে কাজ করে যাচ্ছে ।সভপিতির বক্তব্যে উপপরিচালক বলেন এটি একচি যুগোপযোগী প্রকল্প। এ প্রকল্পের সাথে এলজিইডির সম্পৃক্ততার কারনে কৃষকদের উৎপাদিত পন্য বাজারজাত করা যাবে ।তিনি বলেন ,প্রকল্পের মেলা ,কৃষি যন্ত্রপাতি ও মোটিভেষন ট্যুর অর্ন্তভুক্তি ফলে কৃষকদের আর্তসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে ।সকলের মতামতের ভিত্তিতে এ প্রকল্পের কাজ আরো সফলতার সাথে এগিয়ে নিতে উপস্তিত সকলের প্রতি আহবান জানান । কর্মশালার টেকনিক্যাল সেশনে উপজেলা ওয়ারি প্রকল্পের আওতায় ২০১৫-২০১৬ অর্থবছরে বাস্তবায়িত কার্যক্রম এবং আগামী ২০১৬-২০১৭ অর্থ বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় ।অনুষ্ঠনের উন্মুক্ত আলোচনা শেষে প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড.মুহম্মদ অজিউল্যা প্রকল্পের আদ্যপান্ত কাজ ও সকলের আলোচনায় যে সকল কাজ করলে প্রকল্প ভূক্ত এলাকায় কৃষক উপকৃত হবেন এবং সকলের প্রশ্নের উত্তর দেন।অনুষ্ঠানে ডিএই ,এলজিইডি,এআইএস,এসসিএ,ব্রি ,বারি ও এসআরডিআই এর কর্মকর্তাবৃন্দ ও কৃষক প্রতিনিধিসহ ৬০ জন উপস্থিত ছিলেন ।