Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুন ২০১৬

কৃষি তথ্য সার্ভিস এর পরিচালক মহোদয়ের ময়েনপুর এআইসিসি পরিদর্শন


প্রকাশন তারিখ : 2016-05-29

গত ২৭ মে ২০১৬ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ময়েনপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসির) পরিদর্শন করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান। তিনি এআইসিসি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সদস্যদের সাথে মতবিনিময় করেন। এআইসিসি’র সদস্যদের জমিতে নেদারল্যান্ডের ওয়েগানিন বিশ্ববিদ্যালয় কৃষি আবহাওয়া বিভাগ ও লালতীর বাংলাদেশের যৌথ সহযোগিতায় বাস্তবায়িত প্রদর্শনী করল্লার ক্ষেত পরিদর্শন করেন। তিনি সদস্যদের উদ্যেগে বাণিজ্যিকভাবে স্থাপিত হাড়িভাঙ্গা আম বাগানও পরিদর্শন করেন। এআইসিসি’র সার্বিক কার্যক্রম দেখে  তিনি  সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বিভিন্ন আয় বর্ধনমূলক প্রকল্প গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে ময়েনপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি মো. শাহিনুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। শাহিনুল ইসলাম বকুল বলেন কৃষি তথ্য সার্ভিস রংপুরের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সায়েম, ফল গবেষণা কেন্দ্রের উর্ধ¦তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিন ও ময়েনপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের উদ্যোগে বিষমুক্ত আম উৎপাদনের লক্ষে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করছে। পরিবেশ বান্ধব এ পদ্ধতিতে আম উৎপাদনে আমে কোন প্রকার বিষের অবশিষ্টাংশ থাকে না। ফলে এ আম দেশে-বিদেশে রপ্তানি করা যেতে পারে। এছাড়া উৎপাদন খরচ অনেক কম এবং বাজার মূল্যও অনেক বেশি। আগামীতে এ পদ্ধতিতে আম উৎপাদন করতে অনেক কৃষক আগ্রহ প্রকাশ করেন। এর আগে পরিচালক মহোদয় বাংলাদেশ বেতার রংপুরে কৃষি বিষয়ক অনুষ্ঠান কার্যক্রম পরিদর্শন করেন।