কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধ এবং বালাইনাশকের নিরাপদ ও কার্যকর ব্যবহার শীর্ষক কর্মশালা ফল গবেষণা কেন্দ্র, বিনোদপুর, রাজশাহীর সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব মোহাম্মদ ফজলুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব এস এম আবুজার, পরিচালক, হর্টিকালচার উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: ফজলে রাব্বি , জনাব আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহী এবং জনাব ড. মো: আলীম উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল গবেষনা কেন্দ্র, বিনোদপুর, রাজশাহী।
অনুষ্ঠানে বক্তাগণ ফলে কোন প্রকার ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার না করতে কৃষকদের আহবান জানান। বক্তাগণ আরো উল্লেখ করেন, ফল আমাদের খাদ্য ও পুষ্টির একটি অন্যতম উৎস। কেমিক্যাল মেশানো ফল খেলে মানুষের দীর্ঘ মেয়াদী নানা রকম রোগে বিশেষ করে বদহজম, পাতলা পায়খানা, জন্ডিস, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়াসহ ক্যান্সারের মত জটিল রোগের সৃষ্টি হয়। এছাড়া মহিলারা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে থাকে। শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার প্রভাবে বেশি ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু দেশের এক শ্রেণীর মধ্যসত্যভোগী, মুনাফালোভী ব্যবসায়ী কৃত্রিমভাবে বিভিন্ন ফল পাকিয়ে ফলের খাদ্যমান বিনষ্ট করছে।
অনুষ্ঠানে সম্মানিত কৃষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়। তাঁদের বক্তব্যে ফলের গুদামজাতকরণ এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়নের বিভিন্ন বিষয় উঠে আসে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক মিলে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।