Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুলাই ২০১৬

কুমিল্লা রাজেসপুর ‘বারি মাল্টা-১’ চাষের উপর কৃষক সমাবেশ ও মাঠ দিবস


প্রকাশন তারিখ : 2016-07-24

পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প এর আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর দক্ষিণ উপজেলার আয়োজনে রাজেসপুর লালবাগ ব্লকে, কৃষক মির সহিদুল ইসলাম এবং মাইনুদ্দিন মজুমদার এর ১৫ শতক জমিতে, উপসহকারী কৃষি অফিসার মো. নজির আহাম্মদ এর পরামর্শে  বারি মাল্টা-১, চাষ প্রদর্শণীর উপর ২১জুলাই/১৬ তারিখে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পুষ্টি বিজ্ঞানীদের তথ্য মতে একজন মানুষ সুস্থ্য থাকার জন্য দৈনিক ২০০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন। ফলের উৎপাদন স্বল্প পরিমাণে হওয়ায় আমরা খেতে পারছি মাত্র গড়ে ৪০-৪৫ গ্রাম। ফলের এ ঘাটতি পূরণে কৃষকদেরকে ফল উৎপাদনে উৎসাহিত করার জন্য এ মাঠ দিবসের উদ্দেশ্য।


মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ যুগল পদ দে। তিনি বলেন- মেধা সম্পন্ন জাতি গঠনের জন্য সঠিক সময়ে শরীরের চাহিদানুযায়ী প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। তাই নিয়মিত ফল খাওয়া অভ্যাসে পরিনত করতে হবে। মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে প্রযুক্তি নির্ভর বক্তব্য রাখেন- ডিএই কুমিল্লা জেলার উপপরিচালক মো. আসাদুল্লাহ্, তৌফিকুল ইসলাম রিপন, যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামিলীগ, জোড়কানন পূর্ব ইউনিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন- কৃষিবিদ আইউব মাহামুদ, উপজেলা কৃষি কর্মকর্তা, সদর দক্ষিণ, কুমিল্লা। অনুষ্ঠান পরিচালনা করনে- মো. আবুল হাসনাত, উপসহকারী কৃষি অফিসার, সদর দক্ষিণ, কুমিল্লা। এ ছাড়াও মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এলাকার বিশিষ্ট্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।