হোটেল ভ্যালী গার্ডেন, সোবহানীঘাট, সিলেট এর সম্মেলন কক্ষে গত ১০ ডিসেম্বর ২০১৬ খ্রি: তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ জনাব মো: হামিদুর রহমান মহোদয় কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। সিলেট অঞ্চল কৃষি প্রযুক্তি বিস্তারে সম্ভাবনাময় এলাকা।
মহাপরিচালক মহোদয় মনোযোগ সহকারে মাঠ পর্যায়ের কর্মকর্তার উত্থাপিত বিভিন্ন সমস্যার কথা যেমন কর্মকর্তা কর্মচারীর স্বল্পতা, জেলা উপজেলা পর্যায়ে গাড়ির সমস্যা, আবাসন সমস্যা এসব শুনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। বিভাগীয় বিভিন্ন সমস্যা সমাধানকল্পে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। মহাপরিচালক মহোদয় সম্প্রসারণ কর্মকান্ডকে বিভিন্ন দপ্তর তথা পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, এলজিইডি এসব দপ্তরের সাথে সমন্বয় সাধন করে কর্ম পরিকল্পনা ও কাজ করার আহবান করেন। এ ছাড়া আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মো: ওহিদুজ্জামান, প্রকল্প পরিচালক, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প। সভাপতিত্ব করেন কৃষিবিদ কৃষ্ণ চন্দ্র হোড়, অতিরিক্ত পরিচালক, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট। সভাপতির বক্তৃতায় বলেন, কম সংখ্যক জনবল নিয়েও সিলেট অঞ্চল ষোনআনায় কৃষি সম্প্রসারণের কাজ করে যাচ্ছে। সিলেটের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মহাপরিচালক মহোদয়ের সিলেট সফরসূচীতে ভার্মিকম্পোস্ট উৎপাদন কেন্দ্র ও কৃষক সমাবেশ, দক্ষিণ সুরমা, সিলেটে অংশগ্রহণ; টেকনিক্যাল সেমিনার অন ফ্লোরা, হোটেল ভ্যালী গার্ডেন, সোবহানীঘাট, সিলেটে প্রধান অতিথির আসন গ্রহণ; নবান্ন উৎসবে অংশগ্রহণ; কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিমনগর, সিলেট পরিদশর্ণ ও সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অফিস কাম ডরমেটরি ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন।