বিকাল ৪ টায় স্থানীয় নবাবসিরাজউদ্দৌলা কলেজ মাঠে নাটোর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে ৬ দিন ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা/২০১৬ উদ্বোধন অনুষ্ঠিত হয় ।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সাজেদুর রহমান খান, নাটোর জেলার সহকারী পুলিশ সুপার মো. আরোয়ার হোসেন, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ইমরান আলী, নাটোর জজ কোর্টের পিপি এ্যাড. মো. সিরাজুল ইসলাম । এতে সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোরের উপ-পরিচালক আলহাজ উদ্দিন আহম্মেদ । তিনি মেলার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না, বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,স্বাস্থ্য,ভূমিক্ষয় রোধ, জৈব সার উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে অবদান রেখে চলেছে। তিনি উপস্থিত সকলকে কমপক্ষে ৩ টি করে ফলদ, বনজ ও ঔুধি বৃক্ষের চারা রোপন করার আহ্বান জানান।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের নিজ নিজ বক্তব্যে ফলদ,বনজও ঔষধি বৃক্ষের চারা রোপন ও তার পরিচর্যারও গুরুত্বারোপ করে মেলা অঙ্গন থেকে বেশী বেশী চারা সংগ্রহ করার জন্য অনুরোধ জানান।
সভাপতি তাঁর বক্তবে বলেন, এক বিঘা জমিতে যে পরিমান ফসল পাওয়া য়ায় তার চেয়ে ফলদ,বনজ কিংবা ঔষধি বৃক্ষ রোপন করলে ৭গুন বেশী মুনাফা পাওয়া যায় । তাই তিনি পরিবেশ রক্ষার জন্য সকলকে মেলার গুরত্ব বিবেচরা করে ০৩ করে গাছ লাগানোর অনুরোধ জানান।
মেলায় সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মোট ১৮ টি ষ্টল স্থাপন করে তাদের নিজ নিজ বিভগের কর্মকান্ড প্রদর্শণ করে। মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা/ কর্মচারী, কৃষক/কৃষানী ও রাজনীতিবিদসহ প্রায় ৬০০জন উপস্থিত ছিলেন।