Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০২১

খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জনে নিরাপদ ভোজ্য তেলের বিকল্প নেই -অতিরিক্ত পরিচালক, ডিএই,ফরিদপুর অঞ্চল


প্রকাশন তারিখ : 2021-05-23

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক কর্মশালা ২০ মে মাদারীপুরের মোস্তফাপুরস্থ হর্র্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জনে নিরাপদ ভোজ্য তেলের বিকল্প নেই। গুনগত মানসম্পন্ন ভোজ্য তেল উৎপাদন ছাড়া পুষ্টি নিরাপত্তা অর্জন করা সম্ভব নয়। বর্তমানে আমাদের দেশে ব্যবহৃত ভোজ্য তেলের ৯০ ভাগ বিদেশ থেকে আমদানী করতে হয়। তাই আমাদের তেলজাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করে ভোজ্য তেলের চাহিদা পূরন এবং আমদানী ব্যয় হ্রাস করতে হবে। তিনি জমি সদ্ব্যবহারের কথা উল্লেখ করে আরো বলেন, শস্য বিন্যাস অনুযায়ী সকল ফসলি জমিকে প্রযুক্তি ভিত্তিক তেল ফসল আবাদের আওতায় আনতে হবে। সম্ভাবনাময় তেলজাতীয় ফসল চাষাবাদের পাশাপাশি মধু উৎপাদনের দিকে নজর দেয়ার আহবান জানান।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আমীর হামজা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন হর্টিকালচার সেন্টার মাদারীপুর এর উপপরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম। কর্মশালায় কিনোট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন। প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মনিটরিং অফিসার,তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প মোঃ শফিকুল ইসলাম আকন্দ।

 

জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোপালগঞ্জ, কৃষিবিদ মোঃ আব্দুল কাদের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্র মাদারীপুরের সিএসও ড. মোঃ ছালেহ উদ্দিন। অন্যানদের মধ্যে বক্তব্য দেন, ডিএই গোপালগঞ্জ এর উপপরিচালক ড.অরবিন্দ কুমার রায়, ডিএই ফরিদপুর এর উপপরিচালক ড. মোঃ হযরত আলী, ডিএই রাজবাড়ী এর উপপরিচালক এস এম শহীদ নুর আকবর, ডিএই মাদারীপুর এর উপপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন। দিনব্যপি এ কর্মশালায় ডিএই ফরিদপুর অঞ্চলের জেলা/উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এটিআই, বীজ প্রত্যয়ন এজেন্সী, হর্টিকালচার সেন্টার, ডাল গবেষনা, বারি, ব্রি, বিএডিসি(সার ও বীজবিপনন), বিজেআরআই, এসআরডিআই, বিনা, মসলা গবেষনা, কৃষি তথ্য সার্ভিস, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, প্রগতিশীল কৃষক/উদ্যোক্তাসহ ১৭৫ জন উপস্থিত ছিলেন।