কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এর যৌথ উদ্যোগে এবং এডিবি’র টিএ প্রকল্পের মাধ্যমে আয়োজিত “Use of drone and satellite imagery for crop monitoring and crop damage assessment” কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব বাদল চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মলয় চৌধুরী, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ), কৃষি মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব Edimon Ginting, Country Director, ADB, Bangladesh Mission, জনাব তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক (সরেজমিন উইং), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব মো. রেজাউল ইসলাম, পরিচালক, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ড. মো. মাহবুবুর রহমান, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়। কর্মশালায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ড. ফরিদা পারভীন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও টিএ-ন্যাশনাল কোঅর্ডিনেটর, ”Using Frontier Technology and Big Data Analytics for Smart Infrastructure Facility Planning and Monitoring” প্রকল্প। আরো উপস্থিত ছিলেন ড. তাকাসি ইয়ামানো, প্রিন্সিপাল ইকোনমিস্ট, এডিবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার উদ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তবৃন্দ (ADB HQ, ADB, Bangladesh, IRRI, JICA, Embassy of Japan, World Bank)। O’Creeds Ltd এডিবি’র কনসালটেন্সি ফার্ম হিসেবে এই প্রকল্পে মাঠ পযায়ে ডাটা সংগ্রহে কারিগরী সহযোগীতা প্রদান করছেন। এই প্রকল্পের মাধ্যমে সিলেট জেলায় ড্রোন ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে মাঠ ফসল মনিটরিং এবং বন্যা/আকস্মিক বন্যায় আক্রান্ত ফসলের পরিমাণ নির্ণয় এবং ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ নির্ণয় করা হবে যা বর্তমানে দ্রুত সময়ে নির্ভুলভাবে মাঠ ফসলের তথ্য সংগ্রহ করা যাবে। এটি সরকারের বন্যা পরবর্তী পুনর্বাসন কাযক্রমের জন্য সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করবে। সর্বোপরি, এই আধুনিক প্রযুক্তিসমূহ সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ -২০৪১ গঠনে সহায়ক হবে।