Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০২২

বঙ্গবন্ধুর মাজারে ডিএই মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন


প্রকাশন তারিখ : 2022-01-09

নাহিদ বিন রফিক, এআইএস, বরিশাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. বেনজীর আলম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ৭ জানুয়ারি গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় এই শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় সফরসঙ্গি ছিলেন ডিএই বরিশালের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, বরিশাল এটিআই’র অধ্যক্ষ হৃদয়েশ্বর দত্ত, ফরিদপুরের অতিরিক্ত পরিচালক মনোজিত কুমার মল্লিক, খুলনা এটিআই’র সাবেক অধ্যক্ষ চিন্ময় রায়, সদর দপ্তরের হর্টিকালচার উইংয়ের উপপরিচালক মো. সফিউজ্জামান, বরিশালের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ, রাজবাড়ির উপপরিচালক এস এম সহীদ নূর আকবর, শরীয়তপুরের উপপরিচালক আব্দুস সাত্তার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, বরিশাল- পটুয়াখালী-ভোলা-ঝালকাঠি-বরগুনা-মাদারীপুর-শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. সাইদুর রহমান, ডিএই পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক মো. জাকির হোসেন তালুকদার, বরিশালের অতিরিক্ত উপপরিচালক সাবিনা ইয়াসমিন, উজিরপুরের উপজেলা কৃষি অফিসার মো. তৌাহিদ, পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা, আগৈলঝড়ার উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, খুলনার আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামীম, কৃষি তথ্য সার্ভিস বরিশালের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। 

এর আগে মহাপরিচালক উজিরপুরের উপজেলা কৃষি অফিসে বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে নার্সারি তত্ত্বাবধায়ক এবং উপসহকারি কৃষি কর্মকর্তাদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।