বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে দাড়িয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা এ সরকারের সাথে আছন বলেই দেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমরা অচিরেই মধ্যম আয়ের দেশে পা দিতে যাচ্ছি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চত্বরে রোপা আমন চাষীদের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ জাতের বীজ বিনিময় ও পাট চাষীদের পাটের রিবন রেটিং প্রদর্শন উপলক্ষ্যে মাঠ দিবস ও চাষী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম এ কথা বলেন। তিনি আর উল্লেখ করেন, সরকার আপনাদের পাশে আছে। আজকে যেসকল সরঞ্জামগুলো দেয়া হচ্ছে সেগুরো আপনারা ব্যবহার করবেন, অন্যকে সহযোগিতা করবেন। এছাড়াও আরো সরকারের দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করবেন। সিংগাইর এলাকাটা সবজির জন্য বিখ্যাত, বিশেষ করে গাজর। এজন্য এখানে একটা কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে। কৃষকদের উদ্দেশ্যে বলেন, একটা-দুইটা-পাঁচটা গাজরের ওপর মায়া করে এক বস্তা-পাঁচ বস্তা-দশবস্তা গাজর পঁচাইয়ে ফেলি। যারা গাজর রাখবেন, তারা খুব সতর্ক থাকবেন। কারণ সব গাজর স্টোরে রাখা যায় না, কিছু কিছু গাজর থাকে তাৎক্ষনিক উঠায়ে বিক্রি করতে হবে, খাইতে হবে। স্টোরের রাখার জন্য নির্দিষ্ট সময় জমিতে রাখতে হয় ও বাছাই করে নিতে হয়। দুই একটা দাগওয়ালা গাজরের জন্য সব গাজর নষ্ট হয়ে যেতে পারে।
মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস-এর সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান; বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আবদুল মুঈদ ও মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট গোলাম মহীউদ্দিন। অনুষ্ঠান শেষে চাষীদের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ ও পাট ছাড়ানোর যন্ত্র রিবনার বিতরণ করা হয়। হারভেষ্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় ১৪ আগষ্ট ২০১৬ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।