Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd নভেম্বর ২০১৭

নওগাঁর ধামইরহাটে হাজারের অধিক কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করেন মাননীয় হুইপ


প্রকাশন তারিখ : 2017-11-19

শস্য ভাণ্ডার বলে খ্যাত নওগাঁ জেলার মধ্যে ধামইরহাট উপজেলা অন্যতম। গত আমন মৌসুমে উপজেলায় বন্যার কারণে কৃষকের ব্যাপক ক্ষতি হয়। এই ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে বর্তমান কৃষি বান্ধব সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা সহায়তা প্রদানের মাধ্যমে দরিদ্র কৃষকদের ভাগ্য উন্নয়নে চলতি কৃষি প্রণোদনা প্রদান করছে। প্রণোদনা গ্রহনকারী কৃষকদের প্রণোদনা সহায়তা কাজে লাগিয়ে ধান, গম, তেল ও সবজি ফসল চাষ বৃদ্ধি করে দেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা পালনের আহ্বান জানান। সেই সাথে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে কৃষকদের কৃষির উন্নয়নে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান মাননীয় হুইপ আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার।

 

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউজ্জামান ভুইয়া সভাপত্বিতে প্রণোদনা সহায়তা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৮ নভেম্বর/২০১৭ তারিখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ (ধামুইরহাট-পত্নীতলা) আসনের সাংসদ ও জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপি এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মো. মঈন উদ্দিন।

 

অনুষ্ঠানের শুরুতে ধামইরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সেলিম রেজা তার স্বাগত বক্তব্যে বলেন, কৃষি পূর্নবাসন কর্মসুচীর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা ও সবজির চাষের জন্য প্রণোদনা সহায়তা হিসাবে বীজ ও সার বিতরণ করা হয়। সেই মোতাবেক প্রত্যেক কৃষককে ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, লালশাক বীজ ১০০ গ্রাম, পালংশাক বীজ ১০০ গ্রাম, মুলা বীজ ১০০ গ্রাম ও মিষ্টি কুমড়া বীজ ৫০ গ্রাম হারে প্রদান করা হয়। বোরো ধানের জন্য ৫ কেজি, গমের জন্য ২০ কেজি, ভুট্টার জন্য ২ কেজি ও সরিষার জন্য ১ কেজি হারে বীজ প্রদান করা হয়। এলক্ষ্যে ধামইরহাট উপজেলায় বোরো ধান আবাদে ২৭০ জন, গম আবাদে ২০০ জন, সরিষা আবাদে ৫০৫ জন ও ভুট্টা আবাদে ৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা প্রদান করা হয়। এই সকল সরকারী প্রণোদনার সহায়তা কাজে লাগিয়ে ধান,গম, ভুট্টা তেল ও সবজি ফসলের আবাদ বৃদ্ধি ও বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য উপস্থিত কৃষকদের অনুরোধ জানান।

 

সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, প্রণোদনা গ্রহনকারী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা সহাযতা কাজে লাগিয়ে  ধান, গম, ভুট্টা, তেল ও সবজি ফসলের আবাদ বৃদ্ধি এবং কৃষি অফিসের সর্বোস্তরের কর্মকর্তাদের কৃষকের পাশে থেকে সহযোগীতার মাধ্যমে কৃষি ক্ষেত্রে সার্বিক অবদান রাখার জন্য সকলকে অনুরোধ জানান।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো:  আলেক হোসেন।