Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ এপ্রিল ২০১৭

চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) এর আয়োজনে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-03-06

কুমিল্লাতে “প্রকল্প কার্যক্রম অগ্রগতি ও পর্যালোচনা” শীর্ষক ১দিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা ৫ মার্চ ২০১৭ তারিখে, শাসন গাছায় অবস্থিত বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান, সভাপত্বি করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ যুগল পদ দে, বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. ছারওয়ার জাহান। কর্মশালায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের ৩টি জেলার জেলা ও উপজেলা পর্যয়ের কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (সার্ডি), বাংলাদেশ কৃষি কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কারিগরি সেশনে জেলা ও উপজেলা পর্যায়ের পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপন করা হয়। এছাড়াও প্রকল্পের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম মূল্যায়ণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে প্রকল্পের কর্মকান্ডের প্রশংসা করেন পাশাপাশি দেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য কৃষি বিভাগের জেলা, উপজেলা ও ব্লক পর্যায়ের কর্মকর্তাদের কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন, দেশ ও কৃষির কল্যাণে কৃষি মন্ত্রণালয়ের অধিনস্ত ১৬টি সংস্থা একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন, এছাড়াও কৃষি কল সেন্টার ১৬১২৩ কে কৃষক ভাইদের কাছে পরিচিত করার জন্য কর্মকর্তাদের নিকট আহ্বান জানান। সভাপতি তার বক্তব্যে পরিচালক মহোদয়ের কর্মশালায় অংশগ্রহণে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।