Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ এপ্রিল ২০১৭

বগুড়ার সারিয়াকান্দিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ইউনিয়ন এগ্রিকালচারাল সার্ভিস সেন্টারের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2017-03-05

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা হলরুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ইউনিয়ন এগ্রিকালচারাল সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।  খরিপ-১ মৌসুমে উফসী আউশ নেরিকা ধান চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ হাজার ৫৯৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার এবং কুমড়া ফসলের জন্য সেক্স ফেরোমোন বিতরনের উদ্বোধন করেন স্থানীয় মাননীয়  সাংসদ সদস্য (বগুড়া-১) ও বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ  আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ সাহাদারা মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাদ্য উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ আবুল আজিজ ফারাজী, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ আফিসার কৃষিবিদ মোহা. কামাল উদ্দিন তালুকদার, প্রকল্প পরিচালক কৃষিবিদ শামীম আহমেদ এবং এলজিইডি-এর নির্বাহী প্রকৌশলী। আর আনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।   

 প্রধান অতিথির বক্তব্য বলেন, আউশ আবাদ বৃদ্ধি করলে খাদ্য নিরাপত্তা ধরে রাখা সম্ভব। এছাড়া আউশ আবাদের ফলে বৃষ্টির পানি ব্যবহার করা যায় ফলে মূল্যবান ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমে।  তিনি আরোও বলেন  আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূন। আউশ আবাদ বৃদ্ধি করলে চাল রপ্তানি আরো বৃদ্ধি সম্ভব।  তিনি কৃষকদের আরোও নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষি কাজ করার জন্য আহবান জানান। তিনি ইউনিয়ন এগ্রিকালচারাল সার্ভিস সেন্টান সম্পর্কে বিশদ ব্যাখ্যা প্রদান করেন এবং বতমান কৃষি বান্ধব সরকারের এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে তিনি অবহিত করেন।

অনুষ্ঠানে সুবিধাভোগী প্রত্যেক কৃষকদের মাঝে আউশ চাষের উপকরণ বাবদ আউশ বীজ ৫ কেজি, নেরিকা বীজ ১০ কেজি, ইউরিয়া ২০ কেজি, ড্যাপ ১০ কেজি, এমওপি ১০ কেজি, সেচ সহায়তার জন্য ৪০০ টাকা, নেরিকার জন্য ৪০০ টাকা ও নেরিকা জাতের আগাছা দমনে ৪০০ টাকা বিতরণ করা হয়।