রাজশাহীর মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কম্বাইন হারভেস্টার দ্বারা রোপা আমন ধান কর্তন মাখনপুর ব্লকের বসন্তপুর গ্রামে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোহনপুর কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাই নবাবগঞ্জ জেলা কৃষি প্রকৌশলী শাহ মো: সাইদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাখনপুর ব্লকের উপসহকারী কৃষি অফিসার ডিঃ কৃষিবিদ মো: আব্দুস সালাম। তিনি বলেন কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন এই সময়ের জন্য একটি গুরুত্বপূর্ন কারন যখন লেবারের অভাব ঠিক তখনই কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন করা হচ্ছে। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ বর্তমানে খাদ্যে স্বয়সম্পর্ন হয়েছে সেই সাথে সাথে বিভিন্ন যন্ত্রপাতিতেও স্বয়সম্পর্ন হওয়ার জন্য চেষ্টা চলছে, যেন অত্যধনিক যন্ত্রপাতি কৃষি কাজে ব্যবহার করে কৃষির উৎপাদন বৃদ্ধি করা যায়। কম্বাইন হারভেস্টার দ্বারা আমন ধান কর্তন এখন যুগোপযোগী সময়। কারন যখন ধান কাটার জন্য টাকা দিয়ে লেবার পাওয়া যাচ্ছে না, ঠিক তখনই বাংলাদেশে কম্বাইন হারভেস্টার দ্বারা আমন ধান কর্তন করা হচ্ছে। কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন করলে লেবার খরচ অনেক কম হয। এই মেশিন দ্বারা ১.৫ বিঘা ধান কর্তন করতে সময় লাগে ১ঘন্টা ও জ্বালানী খরচ লাগে ৪/৫ লিটার ডিজেল যার মূল্য ২৮০/-৩৫০/ টাকা। তাছাড়া দূর্যোগ মূর্হতে অল্প সময়ে কম খরচে ধান কর্তন করে ঘরে তুলা সম্ভাব। প্রধান অতিথি মহোদয় আমন্ত্রিত সকল কৃষক ভাইদেরকে এই মেশিনটি ক্রয়ের চিন্তা ভাবনা করার আহকন জানান।
বিশেষ অতিথি বলেন, কম্বাইন হারভেস্টার শুধু বসন্তপুরে নয় সারা বাংলাদেশের কৃষকদের জন্য মঙ্গল বয়ে আনবে। তিনি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ও কৃষকের জন্য সুবিধাগুলি তার বক্তব্যে তুলে ধরেন। তিনি আরোও বলেন কৃষি বান্ধাব সরকার কৃষি যন্ত্রপাতি গুলি ভতুর্কি দিয়ে প্রদান করছে। আপনারা যে কেউ এই সুবিধাটি নিতে পারেন। তিনি উপস্থিত কৃষকদের বলেন একক ভাবে সম্ভব না হলে যৌথ ভাবে কম্বাইন হারভেস্টার মেশিনটি ক্রয় করে কৃষি কাজে লাগানোর অনুরোধ জানান।
সভাপতি মহোদয় অনুষ্ঠানটি ধৈর্য ধরে শুনার জন্য উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
কারন কম্বাইন হারভেস্টার মেশিনটি এমন সময় তৈরী করা হয়েছে যখন বাংলাদেশে লেবার সংকট। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিনটির ভাল দিকগুলি তুলে ধরেন এবং কম্বাইন হারভেস্টারটি ক্রয় করলে আপনারা লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্রক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌগাছি ইউনিয়নের সকল উপসহকারী কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস রাজশাহীর কর্মকর্তা মো: এরশাদ আলী, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক কৃষানী মিলে প্রায় ৪৫০ জন।