Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০১৭

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় “জাতীয় শোক দিবস” পালিত


প্রকাশন তারিখ : 2017-08-16

“যতকাল রবে পদ্মা যমুনা গৌরি মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান” এই স্লোগানকে অন্তরে ধারণকরে কৃষিবিদ ইন্সটিটিউশন কুমিল্লা শাখার আয়োজনে ১৫ ফেব্রুয়ারী কুমিল্লাতে পালিত হলো “জাতীয় শোক দিবস”। এ উপলক্ষে সর্বস্তরের কৃষিবিদদের নিয়ে একটি র‌্যালী সকাল ৮.৩০ টায় নগরীর টাউনহল প্রাঙ্গন হতে নগরীরর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে পৌর পার্ক প্রাঙ্গস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাহিনুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চল, কুমিল্লার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ যুগল পদ দে, আরও আলোচনা করেন যুগ্ম পরিচালক বিএডিসি, সিএসও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সহ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও মৃত্তিকা সম্পদ উন্নয়ণ ইনস্টিটিউটের বিজ্ঞানীবৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ দেশের কৃষি, কৃষক ও কৃষিবিদগনের কল্যাণে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাকুরির ক্ষেত্রে কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির মর্যাদায় উন্নীত করার ঘোষণা দেন। অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এই নেতা ঠিকই বুঝেছিলেন কৃষিপ্রধান এই দেশের উন্নয়নে কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং সম্প্রসারণবিদদের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের স্থপতি জাতির জনক এই মহান নেতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকান্ড থেকে বাদ যায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র সেদিনের সেই শিশু রাসেলও। অনুষ্ঠানে সরকারী, বেসরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত এবং ব্যাক্তি পর্যায়ে। উদ্যোক্তা কৃষিবিদগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে জীবনের শেষ পর্যন্ত কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি পালনে সার্বিক সহযোগিতা প্রদান করে কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা অঞ্চলিক কার্যালয়।