Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd August ২০১৬

রাঙ্গুনিয়ায় কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা/২০১৬ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-07-25

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, রাঙ্গুনিয়া এর যৌথ উদ্যোগে গত ২৪/০৭/২০১৬ইং তারিখ হতে ২৮/০৭/২০১৬ইং পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলাস্থ রোয়াজারহাটে ৫ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা ২০১৬ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  ড. হাছান মাহমুদ, এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ আলী শাহ এবং রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব শাহজাহান সিকদার। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মেলার উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কারিমা আক্তার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গাছ আমাদের জীবনের এক অমুল্য সম্পদ। আজকের ছোট ছোট চারা গাছ আগামী দিনের সঞ্চয়। দেশ ও পরিবেশ বাঁচাতে বেশী করে ফলদ, ভেষজ ও বনজ গাছ লাগাতে হবে।  
মেলা প্রতিদিন সকাল ১০-০০টা হতে রাত ৮-০০টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত ছিল। মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠান/নার্সারী তাদের চারা/কলম বিক্রি ও প্রযুক্তি প্রদর্শন করেন। কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক অফিস চট্টগ্রামের সহযোগীতায় নজরের টিলা কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে কৃষি তথ্য সার্ভিস হতে প্রকাশিত বুকলেট, লিফলেট, ফোল্ডার আগত কৃষকদের মাঝে বিনামুল্যে বিতরন করা হয় এবং প্রতিদিন মেলা প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।