Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ এপ্রিল ২০১৭

রাজশাহীর বাঘায় আমের সাথে গম চাষে কৃষকের ফলন বাম্পার


প্রকাশন তারিখ : 2017-04-23

 

রাজশাহীর আম সমৃদ্ধ উপজেলা বাঘায় আমের সাথে গম চাষ পদ্ধতিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বেশ কয়েক বছর হতেই এই উপজেলায় এই পদ্ধতিতে গম আবাদ হচ্ছে। আর চলতি মৌসুমে এই উপজেলায় পদ্দতিটি ব্যবহার করে চাষীরা গমের বাম্পার ফলন  পেয়েছে।  ইতোমধ্যে চাষীরা গম সংগ্রহ  করেছে। আর উপজেলা কৃষি অফিস এর সূত্র মতে গমের ফলন হয়েছে বিঘা প্রতি ১৪-১৮ মণ ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিনা বেগম বলেন, গম আবাদ ধান চাষের তুলনায় সহজ এবং কম পানি লাগে। এছাড়া উন্নত জাতের বীজ ও চাষাবাদ প্রযুক্তি লাগাতার কৃষি বিভাগ হতে হস্তান্তরের কারণে উপজেলায় চলতি মৌসুমে গমের আবাদে বিপ্লব ঘটেছে। এছাড়া আমের জমিতে সহজে গম চাষ করা যায় এবং মূল্য ভালো পাওয়ার কারণে উপজেলায় গমের আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তিনি আরোও বলেন, উপজেলায় ৬ হাজার ৩৯০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রার নিধারণ করা হয়েছিল কিন্তু আবাদ হয়েছে ৬ হাজার ৪৭০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে  ৭৭ হেক্টর বেশি ।

রাজশাহীর বাঘা উপজেলা যেহেতু ফল সমৃদ্ধ একটি উপজেলা এবং সেচের পানি তুলনামূলক মূল্যবান সেহেতু গম আবাদ বৃদ্ধি কৃষির জন্য একটি শুভ লক্ষণ। কৃষি বিভাগ হতেও গমের খরা সহনশীল নতুন জাত এবং আবাদ বৃদ্ধির জন্য পরামর্শ অব্যহত রেখেছে।