Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৭

রাজশাহী অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2017-01-29



কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহীর আয়োজনে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরসমুহের প্রধানদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অতিরিক্ত পরিচালকের দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. মনজুরুল হান্নান এর সভাপত্বিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(পিপিসি) মোহাম্মদ নজমুল ইসলাম ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে, কৃষি তথা কৃষকের উন্নয়নে কাজ করতে কৃষি বিজ্ঞানী, গবেষক ও সম্প্রসারণ কর্মীদের নিষ্ঠার সাথে কাজ করতে অনুরোধ জানান। তিনি বলেন, কৃষি ক্ষেত্রে যে অভুতপুর্ব সাফল্য অর্জিত হয়েছে তা ধরে রাখতে কঠোর পরিশ্রমের প্রয়োজন। কারণ সফলতাকে ধরে রাখতে না পারলে সকল পরিশ্রম ম্লান হয়ে যাবে। দেশে দিন দিন আবাদি জমি কমে যাচ্ছে কিন্তু ফসল উৎপাদন বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা সম্ভব হয়েছে। গবেষনার মাধ্যমে উন্নত জাত উদ্ভাবনের ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জনের মাধ্যমে খাদ্য উদ্বৃতের দেশে রুপান্তরিত হয়েছে। গবেষনার মাধ্যমে উদ্ভাবিত জাত, প্রযুক্তিকে কৃষকের মাঝে ছড়িয়ে দিতে সম্প্রসারণ কর্মীদের কাজ করার অনুরোধ জানান এবং সমন্বয় সভার মাধ্যমে তা কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, রাজশাহী অঞ্চলে উৎপাদিত আম শুধু তিন মাস পাওয়া যায় কিন্তু বাকী নয় মাসও যাতে আম সংরক্ষণের মাধ্যমে পাওয়া যায় তা নিশ্চিত করার জন্য আম গবেষণা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানান।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি বিজ্ঞানীগণ তাদের গবেষণালব্ধ জ্ঞান, তথ্য ও উদ্ভাবিত প্রযুক্তি কৃষি ও কৃষকের কাজে লাগবে এবং সম্প্রসারণ কর্মী তাদের পরিশ্রমের মাধ্যমে কৃষকের দোড়-গোড়ায় পৌঁছে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা, উপজেলা ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের সর্বদায় কৃষকের পার্শ্বে থেকে কাজ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানের শুরুতেই রাজশাহী অতিরিক্ত পরিচালকের দপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. জয়নাল আবেদীন পাওয়ার পয়েন্টের মাধ্যমে রাজশাহী অঞ্চলের সামগ্রীক কৃষি কার্যক্রম তুলে ধরেন। তারপর বিএডিসি, মৃত্তিকা সম্পদ উন্নযন ইনস্টিটিউট, সরেজমিন গবেষনা বিভাগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ ও আম গবেষনা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন এবং অতিরিক্ত পরিচালক, সকল উপপরিচালকসহ সকল দপ্তর প্রধানগণ আলোচনায় অংশ গ্রহণ করেন।

মতবিনিময় সভায় রাজশাহী অঞ্চলের সকল দপ্তর প্রধানগণ, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, অতিরিক্ত পরিচালক, সকল উপপরিচালক, উপজেলা কৃষি অফিসারসহ মোট ২৫০ জন কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা।