Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ অক্টোবর ২০১৬

কৃষিবিদ শাহাদৎ হোসাইন সিদ্দিকীর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এওয়ার্ড ২০১৬ অর্জন


প্রকাশন তারিখ : 2016-10-23

সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার কৃষি অফিসার জনাব শাহাদৎ হোসাইন সিদ্দিকী “জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এওয়ার্ড ২০১৬” অর্জন করেছেন। গত ২১ অক্টোবর ২০১৬ খ্রিঃ রোজ শুক্রবার মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি তাঁর হাতে এওয়ার্ডটি তুলে দেন। ঢাকাস্থ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর সমাপণী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। কৃষিক্ষেত্রে আইসিটির মাধ্যমে উদ্ভাবনী সেবা প্রদানের জন্য পুরস্কারটি প্রদান করা হলো। কৃষিক্ষেত্রে প্রতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে মোট দুটি এওয়ার্ড প্রদান করা হয়। ব্যক্তিগত শ্রেনীতে তিনি এ পদক অর্জন করলেন। তিনি কৃষকের দোরগোড়ায় কৃষি তথ্য ও সেবা পৌছে দেয়ার নিমিত্তে “কৃষকের ডিজিটাল ঠিকানা” নামে একটি সফটওয়্যার উদ্ভাবন করেন। বিভিন্ন ফসলের সচিত্র জাত পরিচিতি, উত্তম চাষাবাদ পদ্ধতি, সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি, আন্তঃপরিচর্যা, ফসল সংগ্রহ ও পরবর্তী করণীয়, রোগ-পোকার সচিত্র সমন্বিত বালাই ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি বিষয়ক আইনকানুন এবং সারাদেশে কৃষি অফিসের সাথে যোগাযোগের ঠিকানা সমন্বয়ে সফটয়্যারটি তৈরি করেন। সফটয়্যারটির কার্যকারিতা নির্ণয়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করেন। জনাব শাহাদৎ হোসাইন সিদ্দিকী তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, তাঁর উদ্ভাবনটির সফল পাইলটিং শেষ হয়েছে, এখন সারাদেশে প্রযুক্তিটি ছড়িয়ে দেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। এতে করে কৃষকের দোরগোড়ায় কৃষি পৌছানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।