বীজ হচ্ছে ফসলের প্রাণ। চিরন্তন সত্য হচ্ছে “ ভাল বীজে ভাল ফসল”। আর “ প্রত্যায়িত বীজই ভাল বীজ ”। তাই প্রত্যেক বীজ ক্রেতা ও কৃষক ভাইদেরকে জানতে হবে ভাল বীজের গুনাবলী ও চেনার উপায়। আর তাই সেই উদ্দেশ্যে“ ভাল বীজ তথা প্রত্যায়িত বীজের গুণাগুন ও বৈশিষ্ট্য সমূহ সহজ সরল ভাষায় কবিতার ছন্দে ছন্দে বর্ণনা করেছেন জনাব শেখ মোঃ মুজাহিদ নোমানী তাঁর স্বরচিত “ প্রত্যায়িত বীজের কথা ” নামক কবিতায় ।
আসন্ন রবি মৌসুমে বীজ ক্রেতা- বিক্রেতা এবং কৃষকবৃন্দকে “ভাল বীজ তথা প্রত্যায়িত বীজ”-এর গুনাগুণ, বৈশিষ্ট্য ও চেনার উপায় জানানোর উদ্দেশ্যেই জনাব শেখ মো. মুজাহিদ নোমানী সহজ-সরল ভাষায় কবিতার ছন্দে ছন্দে স্বরচিত“ প্রত্যায়িত বীজের কথা ” বিষযক স্বরচিত কবিতায়। সেই স্বরচিত কবিতাটিই গত ৩০/০৮/২০১৬ খ্রিঃ তারিখে ফেস্টুন আকারে সদয় অবগতি ও বহুল প্রচারের জন্য মো. মিজানুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ী, ঢাকা- মহোদয়ের হাতে তুলে দিচ্ছেন কবি ও লেখক শেখ মোঃ মুজাহিদ নোমানী। এ সময়ে সেখানে যোগদেন কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছাত্তার, প্রাক্তন আঞ্চলিক বহিরাংগন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সী, ঢাকা অঞ্চল, ঢাকা ও প্রকল্প পরিচালক