Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুন ২০১৬

খুলনায় ৩ দিন ব্যাপী এ আই সি সি কৃষকদের আই সি টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-06-02

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইনফো সরকার কতৃক প্রদত্ত খুলনা অঞ্চলের নতুন কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এ আই সি সি) কৃষকদের ৩ দিন ব্যাপী আই সি টি বিষয়ক প্রশিক্ষণ কৃষি তথ্য সার্ভিস খুলনার  নিজস্ব ল্যাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুন অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্ভোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ এম এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন ও উদ্ভিদ সংগ নিরোধ কেন্দ্র,মংলার উপ পরিচালক কৃষিবিদ রতন কুমার সরকার। উদ্ভোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন,কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। জীবনযাত্রার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌছে দিয়েছে। তথ্য ও প্রযুক্তির উন্নয়নের ফলে  আজ আমাদের কৃষকেরা  ঘরে বসেই ফসলের নতুন জাত,চাষাবাদ পদ্ধতি,পোকা মাকড় দমন সহ নানাবিধ সমস্যার সমাধান করতে পারছেন। তাদের ফসল আবাদের সমস্যার সমাধান মোবাইলের মাধ্যমে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহন করতে পারছেন। এ সবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ স্থাপনের ফলে। তিনি নতুন স্থপিত এ আই সি সি সদস্যদের সরকারের দেয়া এ সব আধুনিক যন্ত্রপাতির সঠিক ব্যবহারের মাধ্যমে সাধারণ কৃষকদের সেবার মান আরো বৃদ্ধি করার পরামর্শ দেন। ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষনে কৃষি তথ্য সার্ভিস খুলনার আওতাভুক্ত ১২ টি জেলার ৩০ টি উপজেলার এ আই সি সি’র মোট ৩০ জন কম্পিউটার অপারেটর অংশগ্রহন করেন। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন, তথ্য অফিসার (কৃষি) মোহাম্মদ জাকির হাসনাৎ, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মারুফ মাসুম ও আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ এম এম আব্দুর রাজ্জাক। কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ এম এম আব্দুর রাজ্জাক।