Wellcome to National Portal
  • 2025-03-12-16-25-15c95fd3ae0d740427f19c779208b30b
  • 2025-03-12-16-16-b41688fcb8ac3df55c13eb5c82b62083
  • 2025-01-05-17-19-232bbb16275acb0da535d705c9b6f6d8
  • 2024-12-15-10-13-de23faa6fead7deef93b5973ae193323
  • 2023-12-28-06-44-fad1b3dffb04c90c1f14863ef06978d5
  • ICT Ebook
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০২৩

মাতৃবাগান তৈরির লক্ষ্যে বারি লেবুজাতীয় ফল ও কফির চারা হস্তান্তর অনুষ্ঠান-২০২৩


প্রকাশন তারিখ : 2023-12-04

2023-12-04-09-44-01f55b18a231c1d7244bca5d344bc150

সাইট্রাস গবেষণা কেন্দ্র, বিএআরআই, জৈন্তাপুর, সিলেটের আয়োজনে ‘মাতৃবাগান তৈরির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের নিকট বিএআরআই উদ্ভবিত বারি বাতাবিলেবু-৫ এর চারা হস্তান্তর অনুষ্ঠান-২০২৩’ সাইট্রাস গবেষণা কেন্দ্র, বিএআরআই, জৈন্তাপুর, সিলেট কেন্দ্রে ০২ নভেম্বর ২০২৩ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে ড. দেবাশিষ সরকার, মহাপরিচালক, বাংলাশে কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবি ওয়াহিদা আক্তার, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাশে সরকার। তিনি বলেন- বর্তমান সরকার কৃষিকে অগ্রাধিকার দিয়েছেন। আমার দেশের মাটি সোনার মাটি। এখানে কৃষি পণ্য উৎপাদনের উপযুক্ত পরিবেশ রয়েছে। কৃষি বিজ্ঞানিগণ গবেষণা কাজে এগিয়ে আসায় দেশের নতুন নতুন ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। কৃষিতে দেশের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। কৃষি সেক্টরের গবেষণার ফসল বাংলােেশ ছড়িয়ে দিতে হবে। 

2023-12-04-09-45-23bd611db2bec06edc489c173f474a87


তিনি আরও বলেন, কৃষকরা হচ্ছেন দেশের প্রাণ শক্তি। কৃষি ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। সরকার যে সুযোগ-সুবিধা দিয়েছে তা কাজে লাগাতে হবে। কৃষি গবেষণা কেন্দ্র থেকে যেসব চারা বিতরণ করা হয়েছে তা যত্ন করা প্রয়োজন। সিলেট অঞ্চলে অন্তত ৪ লাখ হেক্টর পতিত জমি রয়েছে। এসব অনাবাদী জমি চাষাবারে আওতায় নিয়ে আসতে হবে। নিজের ভাগ্য ও দেশের পরিবর্তনে তিনি কৃষকদের এগিয়ে আসার আহবান জানান। সমৃদ্ধশালী দেশ গঠনে আমাদের সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। তিনি বারি উদ্ভাবিত বাতাবিলেবু-৫ এর মাতৃকলম, বিভিন্ন লেবু জাতীয় ফল ও কফির চারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের নিকট হস্তান্তর করেন। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ড. শাহ মো. লুৎফুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সাইট্রাস গবেষণা কেন্দ্র, বিএআরআই, জৈন্তাপুর, সিলেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ড. শেখ মোহাম্ম বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; জনাব বাদল চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট; ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট; রেহানা ইয়াসমিন, যুগ্ম সচিব (গবেষণা অনুবিভাগ), কৃষি মন্ত্রণালয়; ড.মো. আলতাফ হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, কফি, কাজুবাদাম এর গবেষণা ও উন্নয়ন প্রকল্প (বারি অংশ) ও কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক (ভারপাপ্ত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট। অনুষ্ঠান শেষে সাইট্রাস গবেষণা কেন্দ্রের লেবুজাতীয় ফলের মাতৃবাগান, কফি ও কাজুবাদামের বাগান পরিদর্শন ও চারা রোপণ করেন।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট অঞ্চলের ১৩টি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি ও কৃষক অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. মাহমুদুল ইসলাম নজরুল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ওএফআরডি, সিলেট। 
বিকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প ও লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কফি ও আনারস বাগান পরিদর্শণ করেন এবং কৃষক সমাবেশে অংশগ্রহণ করেন। 

 মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট