আখের নতুন জাত বিএসআরআই আখ-৪১ (অমৃত) জাতটি মাঠ পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে সফল হয়েছে, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। গত ২১/১৪/২১ ইং রোগতত্ব বিভাগ,বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসাআরআই) এর উদ্যোগে এবং কেজিএফ এর অর্থায়নে পরিচালিত Piloting on “Productivity Enhancement of Goor and Chewing type Sugarcane through Management of Major Diseases” শীর্ষক প্রকল্পের আওতায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামে স্থাপিত বিএসআরআই আখ-৪১ জাতের একটি প্রত্যায়িত বীজ প্লটের “ক্রপকাটিং ও মাঠ দিবস” অনুষ্ঠানে একথা বলেন কৃষি কর্মকর্তারা ।
আখ এমন একটি ফসল যা পতিত জমিসহ যেকোন জমিতে ভালো ফলন দেয় এবং চাষীকে নিশ্চিত ভাবে খরা,বন্যা বা জলাবদ্ধতা দ্বারা ফসল হানীর আশংকা থেকে চাষীকে নিশ্চিত ভাবে দূরে রাখে। বিশেষ করে বিভিন্ন ফসলের আবাদ করে চাষীরা যখন বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের সমস্যার কারনে ফসল ঘরে তুলতে পারেনা সেখানে আখ বন্যা সহিষ্ণু এবং তৃণজাতীয় উদ্ভিদ যা প্রায় ১২-১৫ ফুট হওয়ায় এসকল নৈমিত্তিক প্রাকৃতিক সমস্যা মোকাবেলা করতে সক্ষম বলেন প্রধান অতিথি। প্রধান অতিথি জনাব খন্দকার আব্দুল ওয়াহেদ,পরিচালক ক্রপস উইং,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা আখ উৎপাদননে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এবং এ ব্যাপারে সব ধরণের সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে কর্মকর্তা বলেন,এসআরআই আখ-৪১ (অমৃত) জাতটি উচ্চ চিনি ধারন ক্ষমতা সম্পন্ন (পোল ১২.৮৯% )। চিবিয়ে এবং রস করে খাওয়ার উপযোগী। উচ্চ মান সম্পন্ন গুড় তৈরীর জন্য ভাল এবং খরা সহিষ্ণু। ১০০ কেজি রস থেকে ১০ কেজি গুড় পাওয়া যায়। কৃষক মো: শামসুল হক এর আখের প্রত্যায়িত বীজ প্লট কর্তন করে গড় ফলন পাওয়া গেছে ৯৫.৩১ টন হে:। ৩৫ শতকের প্লটটিতে আখের সাথে সাথী ফসল সরিষা চাষ করে ৬ মন সরিষা পাওয়া গেছে। যা তিনি ২০ হাজার টাকা বিক্রি করেছেন। পূর্বেও তিনি ২০ হাজার টাকার আখ বিক্রি করেছেন । আখ বিক্রি করেছেন ১ লক্ষ ১০ হাজার টাকায় । মোট খরচ হয়েছে ৫০ হাজার টাকা। লাভ করেছেন ১ লক্ষ টাকা।
জনাব ড.মো. শামসুর রহমান,মূখ্য বৈজ্ঞনিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক,বিএসআরআই এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পরিচালক,দানাদার ও তেল ফসল, ড.সুরজিত সাহা রায়, প্রধান তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা, মো.এনায়ত উল্লাহ,উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মানিকগঞ্জ, মো.টিপু সুলতান স্বপন, উপজেলা কৃষি অফিসার,সিঙ্গাইর, আনিসুর রহমান, বৈজ্ঞনিক কর্মকর্তা, বিএসআর আই, এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা,বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা এবং কৃষক কৃষানী।
#সংবাদদাতা: অপর্ণা বড়ুয়া , এআইসিও,কৃতসা ঢাকা।