হর্টিকালচার সেন্টার, রাজশাহী কোট, রাজশাহীর ট্রেনিং সেন্টারে “বছর ব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প (২০১৬-২০১৭) এর উদ্যোগে শুরু হয়েছে কৃষক/কৃষাণী প্রশিক্ষণ। খাদ্য-পুষ্টি, স্বাস্থ্য ও অর্থের চাহিদা পূরণ এবং খাদ্যে স্বয়ংম্ভরতা অর্জনের লক্ষে রাজশাহীর বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মোট ১২০০ জন ফল চাষিদের বসতবাড়িতে ফল বাগান স্থাপন, পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ফলের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। সেই লক্ষে প্রকল্পে উদ্যোগে গত ০২/০৪/১৭ইং গোদাগাড়ি উপজেলার ৩০ জন আদর্শ ফল চাষিকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
ফলের জাত পরিচিতি, বাগানের লে-আউট ও আদর্শ মাদা তৈরী, মাদায় সার প্রয়োগ, ফলের চারা রোপণ, যত্ম-পরিচর্যা, পানি ব্যবস্থাপনা, রোগ-পোকা মাকড় দমন পদ্ধতি এবং পারিবারিক খাদ্য-পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে করণীয় বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন ডিএই রাজশাহী জেলার উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী, উপ-পরিচালক (এডি অফিস) কে.জে.এম আঃ আউয়াল, আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শামছুল আলম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোজদার রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মুন্জুরুল হক, রাজশাহী ফল গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড, আব্দুল আলিম, রাজশাহী কোট নার্সারীর সিনিয়র উদ্যানতত্ত্ব-বিদ কৃষিবিদ অহেদুর রহমান, সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসারগণ, মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব খাঁ ও উদ্যানতত্ত্ব-বিদ ফৌজিয়া ফেরদৌস প্রমুখ।
রাজশাহী কোট, হর্টিকালচার সেন্টারের প্রধান সিনিয়র উদ্যানতত্ত্ব-বিদ কৃষিবিদ অহেদুর রহমান জানান, প্রকল্প মেয়াদে জেলার ১২টি উপজেলা থেকে ৪০টি ব্যাচে ১২০০ কৃষক/কৃষাণীকে প্রশিক্ষণ দেয়া হবে।