Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ অক্টোবর ২০২৪

উদ্বোধন করা হয়েছে কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি


প্রকাশন তারিখ : 2024-10-15
উদ্বোধন করা হয়েছে কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি তারিখ: ১৫ অক্টোবর ২০২৪ আজ কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রাজধানীর আবদুল গণি রোডস্থ খাদ্য ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) কর্মসূচির উদ্বোধন করেন। এসময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন। আজ হতে রাজধানী ঢাকার ২০টি স্থানে পাইলটিং ভিত্তিতে শুরু হয়েছে কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) এ কার্যক্রম। এটি ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় জন প্রতি এক কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা, ১ কেজি কাঁচা পেপে ২০ টাকায় এবং পাঁচ কেজি বিভিন্ন ধরণের সবুজ শাক-সবজি প্যাকেজ আকারে বিক্রি করা হবে। কৃষি বিপণন অধিদপ্তর ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আলু, ডিম, পেঁয়াজের পাশাপাশি বিভিন্ন সবজি বিক্রির জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। সরাসরি কৃষকের কাছ থেকে কিনে রাজধানীর নির্দিষ্ট স্থানগুলোতে সুলভ মূল্যে সবজিগুলো বিক্রি করা হবে।