অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা/দপ্তর প্রধানগণের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ এ কে এম হারুন-অর-রশিদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল। উক্ত মত বিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন পার্বত্য জেলার উপপরিচালকগণ, অধ্যক্ষ (এটিআই), রাঙ্গামাটি অঞ্চলের হর্টিকালচার সেন্টারসমূহের উপ-পরিচালক, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিনা), বারি ও ব্রি এর বৈজ্ঞানিকগণ, তুলা উন্নয়ন বোর্ড এর তুলা উন্নয়ন কর্মকর্তাসহ মোট ২২জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলার উপ-পরিচালক কৃষিবিদ রমনী কান্তি চাকমা। অতিরিক্ত পরিচালকের পক্ষে অঞ্চলের কৃষি কার্যক্রম, সমস্যা, সুপারিশ ও সম্ভাবনার উপর আলোকপাত করেন কৃষিবিদ তপন কুমার পাল, অতিরিক্ত উপপরিচালক (শস্য), রাঙ্গামাটি পার্বত্য জেলা। তার উপস্থাপনার উপর ভিত্তি করেই প্রধান অতিথি মহোদয় অঞ্চলের কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার উপর বিস্তারিত আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ ও সমস্যা সমাধানের দিক নির্দেশনা প্রদান করেন। তাঁর সুনির্দিষ্ট দিক নির্দেশনা সফল বাস্তবায়ন করে অত্র অঞ্চলের সাধারন কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য সকলকে আহ্বান করেন।