খাদ্য ও পুষ্টির চাহিদাপূরন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অক্সিজেন ও মূল্যবান কাঠ সরবরাহ, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলাসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম
- মো. নাসিম, মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
বৃক্ষ শুধু ফল, কাঠ আর ছায়াই দান করেনা, মানুষের অস্তিত্ব রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। জীবন রক্ষার পুষ্টি উপাদান, খনিজ লবনসহ এন্টি-অক্সিডেন্টের মূল উৎস্য ফল। প্রতিদিন ফল খেলে রোগ বালাই হবেনা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ফলের মাধ্যমে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরন হয়, অক্সিজেন ও মূল্যবান কাঠ পাওয়া যায়, প্রাকৃতিক দূর্যোগের মোকবিলা করা যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ভু-মন্ডলকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভুমিকা অপরিসীম।
গত ৩১ জুলাই সিরাজগঞ্জ জেলার মুক্তির সোপান চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন কালে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মো. নাসিম এম.পি. এসব কথা বলেন। তিনি বর্ষার এ মৌসুমে অন্তত: প্রত্যেকে ৩টি করে গাছ রোপণ করে সন্তানের মতো যতœ করে সেগুলো বড় করার প্রতি ও উদাত্তা আহ্বান জানান।
এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফলদ বৃক্ষ রোপনের প্রতিপাদ্য বিষয় “অর্থ পুষ্ঠি স্বাস্থ্য চান, দেশীফল বেশীখান” এবং বন বিভাগের প্রতিপাদ্য বিষয় “জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ”।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এবং পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বৃক্ষ রোপন কার্যক্রম এবং তার সযত্ন পরিচর্যা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ওমর আলী শেখ এবং পাবনাস্থ সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আলাউদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা হেনরি, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা চেম্বার এন্ড কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য প্রমূখ।
অনুষ্ঠানে শেষে কৃষি ক্ষেত্রে সফল কর্মকান্ডের মাধ্যমে উৎপাদনে ভূমিকা রাখার জন্য চৌহালী উপজেলা কৃষি অফিসার মো. শাহাদৎ হোসেন সিদ্দিকীকে জনপ্রশাসন পদক প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী মো. নাসিম এম.পি।
এরপর হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় এবং বনবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রী ফলদ বৃক্ষের চারা বিতরন করেন। মেলায় ৩৬ টিষ্টলের মাধ্যমে বিক্রয়ের নিমিত্তে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনকারী ফুলের চারার সমারোহ করা হয়।