গত ০৬/০৫/২০১৭খ্রি: রোজ শনিবার সন্ধা ৭.০০ ঘটিকায় অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেটের আয়োজনে ডিএই সিলেটের উপপরিচালক এর সম্মেলন কক্ষে সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের সকল দপ্তর/সংস্থার প্রধানদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ্, মাননীয় সচিব, কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজমুল ইসলাম, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়; কৃষিবিদ জনাব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, বিভাগীয় কমিশনার, সিলেট। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. আবুল কালাম আযাদ, মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর; কৃষিবিদ ড. মো. আমজাদ হোসেন, মহাপরিচালক, বিএসআরআই; কৃষিবিদ জনাব ড. শাহজাহান কবীর, পরিচালক (প্রশাসন), ব্রি, গাজীপুর এবং কৃষি মন্ত্রণালয়সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাম্প্রতিক আকস্মিক বন্যাসহ সিলেট অঞ্চলের কৃষি কার্যক্রম উপস্থাপন করেন কৃষিবিদ ড. মামুন-উর-রশিদ, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, সিলেট অঞ্চল, সিলেট। পরবর্তীতে কৃষি কার্যক্রম উপস্থাপনার উপর সচিব মহোদয় মাঠ পর্যায়ের অফিসারদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকগণ ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তীতে বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মহোদয় সাম্প্রতিক সময়ে আগাম আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের সকল অফিসারের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাগুলো উপস্থাপন করেন। পরবর্তীতে অতিরিক্ত সচিব মহোদয় বিশেষ অতিথির বক্তৃতা উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সচিব মহোদয় বলেন, সিলেট অঞ্চলের পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অঞ্চল ভিত্তিক ফসল উৎপাদন ব্যবস্থাপণা নিশ্চিত করতে হবে। প্রকৃতিকে প্রকৃতির মতো করে থাকতে দিতে হবে অন্যথায় প্রকৃতি প্রতিশোধ নিবে কয়েকগুণ। হাওরাঞ্চলে সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে চাষাবাদ করতে হবে। অন্যান্য দপ্তরের সাথে সুনিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। এ ব্যাপারে মাঠ পর্যায়ে ব্যাপক উদ্যোগ গ্রহণ ও তদারকি নিশ্চিত করতে হবে।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব মো: গোলাম মারুফ, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আলোচনা ও মতবিনিময় সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৃষিবিদ জনাব মোহাইমিনুর রশিদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট।