Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০১৬

কৃষি মন্ত্রণালয়ের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচি ঘোষণা


প্রকাশন তারিখ : 2016-08-24

কৃষি মন্ত্রণালয় ২০১৬/১৭ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে অতিবৃষ্টিজনিত বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ১৬টি জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নাবী জাতের রোপা আমন ধানের চারা ও সবজি বীজ সরবরাহ করার লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচি ঘোষণা করেছে। একই সাথে ২০১৬/১৭ অর্থ বছরে ৬৪টি জেলায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ও রবি/২০১৬-১৭ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, ফেলন, খেসারী ও বোরো ধান এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ২৪ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মাননীয় কৃষিমন্ত্রী এ কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেন।

 

অতিবৃষ্টিজনিত বন্যার কারনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নেয়া, ক্ষতিগ্রস্ত কৃষকদের পারিবারিক পুষ্টি নিশ্চিত করা, ধান ফসলের মোট উৎপাদনের ধারবাহিকতা বজায় রাখাসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম ও শক্তিশালী করে তোলার উদ্দেশ্যেই এই পুনর্বাসন কর্মসূচিটি গৃহীত হয়েছে বলে মাননীয় কৃষিমন্ত্রী অবহিত করেন।


কৃষি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত জেলাসমূহের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, ফেলন, খেসারী ও বোরো ধান ফসলের ক্রমবর্ধমান উৎপাদন ধরে রেখে কৃষির অগ্রযাত্রা অব্যহত রাখতে দেশের ৬৪টি জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করার জন্য ২০১৬-১৭ অর্থ বছরে খরিপ-২ ও আসন্ন রবি ও খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে বলে প্রেস ব্রিফিংয়ে মাননীয় কৃষিমন্ত্রী অবহিত করেন।


উল্লেখ্য, পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৭,২১১ জন কৃষক ৫৩ লক্ষ ৭৪ হাজার টাকার ধানের চারা ও বীজ পাবেন। তাছাড়া, পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে ১৫ হাজার কৃষকের মাঝে শাক ও সবজি জাতীয় ফসলের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে। পাশাপাশি, প্রণোদনার আওতায় ৪ লক্ষ ১ হাজার ৩ শত কৃষক মোট ৪১ কোটি ৫৬ লক্ষ ৮ হাজার ৮ শত টাকার ধানের চারা, সার ও বীজ পাবেন। অর্থাৎ, সরকার ৬৪ জেলায় সর্বমোট ৪ লক্ষ ১৮ হাজার ৫ শত ১১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৪২ কোটি ৯ লক্ষ ৮২ হাজার ৮ শত টাকার ধানের চারা, সার ও বীজ প্রদান করবে।


প্রেস ব্রিফিংয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়সহ কৃষি মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর/সংস্থার ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।