Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০১৭

খুলনার দৌলতপুরে চাষি পর্যায়ে বীজ উৎপাদনের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-12-07

খুলনার দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিস অডিটোরিয়ামে চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় বার্ষিক কর্মপরিকল্পনা শীর্ষক আঞ্চলিক কর্মশালা গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ ড. সুরজিত সাহা রায় । তিনি বলেন, ক্রমবর্দ্ধমান জনগোষ্ঠীকে দুবেলা দুমুঠো আহার দিতে হলে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ফসলের শুধু বীজ উৎপাদন করলে হবে না তাকে যথাযথ যত্ন ও লালন করে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তী মৌসুমে আবার ফসল ফলাতে হবে। সরকারি পর্যায়ে বিএডিসি মাত্র শতকরা ২৫-৩০ ভাগ বীজের চাহিদা মিটাতে পারে। বাকী বীজ বিভিন্ন কোম্পানি সরবারাহ করলেও তা অপ্রতুল। তাই আমাদের মাঠ পর্যায়ে কৃষি বিভাগকে এ গুরুদ্বায়িত্ব নিয়ে চাহিদামত বীজ উৎপাদন, সংরক্ষণ ও প্রয়োজনে বিপণনের ব্যাবস্থা করতে হবে। তিনি প্রকল্পের নানা বিষয়ে মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে কর্মপরিকল্পনার জন্য পরামর্শ, আলোচনা মতবিনিময় করেন। তিনি অঞ্চল ভিত্তিক বিভিন্ন ফসলের বিভিন্ন জাতের যে চাহিদা আছে এ বিষয়ে উপজেলা কৃষি অফিসারদের সহোযোগীতা কামনা করেন। বীজের সঠিক গুনগতমান রক্ষায় কৃষকের মাঠে সময়মত সেচ-নিকাশ, রোগিং, পোকামাকড় ও রোগবালাই এসব বিষয় এ দৃষ্টি আকর্ষণ করেন এবং এর সাথে জেলা বীজ প্রত্যায়ন অফিসারদের সহযোগীতা কামনা করেন। তিনি দক্ষিণাঞ্চলের লবনও ঘেরের কথা চিন্তা করে এলাকার চাহিদা অনুযায়ী বীজ সরবরাহ করবেন বলে আশ্বাস দেন। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস।

 

অনুষ্ঠানের কারিগরি সেশন ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে খুলনা অঞ্চলের চার জেলার সকল স্তরের কর্মকর্তাদের উপস্থাপনা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ এতে অংশ গ্রহন, মতামত ও পরামর্শ প্রদান করেন যা আগামী কৃষিতে এ অঞ্চলে সুফল বয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। কর্মশালায় খুলনা অঞ্চলের ডিএই, কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট, বীজ প্রত্যয়ন এজেন্সি, হর্টিকালচার সেন্টার, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, বারি, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিরি’র শতাধিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।