জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট ২০১৭) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ আয়োজন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, এমপি। স্বাগত বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. গোলাম মারুফ। আলোচনা অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) জনাব মো. মোশারফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতার রাজনৈতিক জীবনাদর্শ ও ১৫ আগস্ট কালো রাতে তার পরিবারের সব সদস্যদের নির্মমভাবে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কার্যকলাপ এবং ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরেন। বক্তারা আরও বলেন, ১৫ আগস্টের শোককে আমরা শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের রোল মডেল হিসেবে ইতোমধ্যে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আরও সামনে এগিয়ে যাব। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াব।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।