Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০১৬

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী আঞ্চলিক সম্মেলন ও কর্মশালার শুভ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2016-10-03

বাাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা(আইএইএ) এর যৌথ উদ্যোগে গত ৪ অক্টোবর, ২০১৬ খ্রি. ময়মনসিংহস্থ হোটেল মুস্তাফিজ এর কনফারেন্স কক্ষে Supportung Climate Proofing Rice Production System প্রকল্পের আওতায় আঞ্চলিক সম্মেলন ও কর্মশালার এর শুভ উদ্বোধন করা হয়। ১০ দিন ব্যাপি এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ। বাাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. শমশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ্ উদ্দিন ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি লুবজ জান ফুলনস্কি।

‘পরমাণু কৌশলের মাধ্যমে প্রতিকূল পরিবেশে সহিষ্ঞুু ধানের জাত উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক পর্যায়ের এ আঞ্চলিক সম্মেলন ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মো. হেমায়েত হুসেন, যুগ্ন সচিব, কৃষি মন্ত্রণালয় উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমারসহ ১২টি দেশের কৃষিবিদ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।