কৃষি তথ্য সার্ভিস, রাঙ্গামাটি এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সভা কক্ষে গত ১৫ থেকে ১৬ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত পাহাড়ী কৃষি উন্নয়নে আধুনিক তথ্য প্রযুক্তি বিষয়ে ২ দিনব্যাপী উপ সহকারী কৃষি অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ ড. এএকএম নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো: নাসিম হায়দার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এম,এম,শাহ্ নেয়াজ, এবং কৃষি তথ্য সার্ভিস রাঙ্গামাটি অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী।
উদ্বোধনী পর্বে কৃষিবিদ ড.এএকএম নাজমুল হক বলেন দেশে ক্রমবর্ধমান খাদ্য চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে ক্রমহ্রাসমান কৃষি জমির সর্বত্তম ব্যবহার নিশ্চিত করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা ছাড়া আর কোন বিকল্প নেই। সে লক্ষে মাঠ পর্যায়ের সম্প্রসারণকর্মীদের আধুনিক কৃষির তথ্য ও প্রযুক্তি সম্পর্কে সম্যক জ্ঞান ও দক্ষতা থাকা আবশ্যক, যা কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে নিশ্চিত করা যায়। পার্বত্য এলাকায় এখনও অনেক অনাবাদি পতিত জমি রয়েছে। এসব জমিকে চাষের আওতায় আনতে গেলে সংশ্লিষ্ট কৃষকদের উপকরণ সহায়তার পাশাপাশি কৃষির আধুনিক তথ্য ও প্রযুক্তিতে সমৃদ্ধ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ পবন কুমার চাকমা বলেন বর্তমান কৃষি বান্ধব সরকারের প্রচেষ্টায় পাহাড়ের কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। প্রতিনিয়ত পাহাড়ের উপযোগী কৃষি প্রযুক্তি তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে পৌছে দেওয়া হচ্ছে। আর এ কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হয় মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসারদের। পাহাড়ী কৃষি উন্নয়নে আধুনিক তথ্য প্রযুক্তি বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ এসএএওদের আধুনিক কৃষি তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান, দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২ দিনব্যাপী প্রশিক্ষণে পাহাড়ী কৃষির উন্নয়নে প্রতিবন্ধকতা, উত্তরনের উপায় এবং সম্ভাবনা, পার্বত্য অঞ্চলে আখের সাথে সাথী ফসল চাষ প্রযুক্তি, পার্বত্য এলাকায় কফি চাষের সম্ভাবনা এবং আধুনিক চাষ পদ্ধতি, কৃষিতে আইসিটি - বাংলাদেশ সরকারের উদ্যোগ সমূহ, কৃষি বিষয়ক বিভিন্ন অ্যাপস্ পরিচিতি ও ব্যবহার পদ্ধতি, পার্বত্য এলাকায় কাজুবাদাম ও ড্রাগন ফল চাষের সম্ভাবনা ও চাষ পদ্ধতি, ফল বাগান স্থাপনে চারা কলম তৈরির আধুনিক পদ্ধতি এবং গুরুত্ব ইত্যাদি বিষয়ে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন উপ সহকারী কৃষি অফিসারকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।